14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

খারিজ হয়ে গেল খালেদা জিয়ার জামিনের আবেদন

Biswajit Shil
December 12, 2019 1:36 pm
Link Copied!

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দেওয়া দণ্ডাদেশের রায়ের বিরুদ্ধে আপিল করে হাইকোর্টে জামিন চেয়ে বিফল হয়ে গত ১৪ নভেম্বর আপিল বিভাগে লিভ টু আপিল করেন খালেদা জিয়া। জিয়ার জামিন চেয়ে করা আপিল আবেদন খারিজ করে দেয়া হয়েছে।

এই জামিন আবেদনের শুনানিতে গত ২৮ নভেম্বর আপিল বিভাগ খালেদা জিয়ার সর্বশেষ স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে জানাতে মেডিকেল বোর্ড গঠন করে বোর্ডের মেডিকেল রিপোর্ট ৫ ডিসেম্বরের মধ্যে দাখিল করতে নির্দেশ দিয়েছিলেন। সেদিন (৫ ডিসেম্বর) প্রতিবেদন জমা না পড়ায় শুনানি পিছিয়ে ১২ ডিসেম্বর (আজ) তারিখ ধার্য করা হয়।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগে আজ বৃহস্পতিবার সকালে খালেদা জিয়ার জামিন আবেদনের ওপর শুনানি শুরু হয়।

আজ বৃহস্পতিবার ১০টা ৮ মিনিটে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগে এ শুনানি শুরু হয়। সকাল ১০টা ১০ মিনিট রেজিস্টার জেনারেল আলী আকবর বিএসএমএমইউয়ের প্রতিবেদন আদালতে জমা দেন। এরপর ১০টা ২০ মিনিট থেকে শুনানি শুরু হয়। এর আগে বিচারকরা মেডিকেলের রিপোর্টটি দেখেন।

খালেদা জিয়ার আইনজীবী জয়নুল আবেদীন শুনানিতে বলেন, বেগম খালেদা জিয়া কারাগারে ভালো মানুষ গিয়েছিলেন। কিন্তু তিনি আজ পঙ্গু হওয়ার পথে। তিনি হাত-পা নড়াতে পারছেন না। চিকিৎসা এতো উন্নত হচ্ছে যে দিন দিন তিনি পঙ্গু হয়ে যাচ্ছেন। ৬/৮ মাস পর হয় তো তিনি লাশ হয়ে বের হবেন। আদালত নারী, বয়স্ক, শিশুদের উপর ছাড় দেয় সেই হিসাবে জামিন দিন।

তিনি আরো বলেন দেশের সর্বচ্চো আদালত থেকে আমরা কোথায় জেতে পারবো। এখানেই তো ফিরে আসবো। আপনাদের উপরে আর কারো হাত নেই এক আল্লাহ ছাড়া তাই তার শারারিক অবস্থার কথা চিন্তা করে জামিন দিন।

কিন্তু কিছুতেই কিছু হলনা । জামিন পেলেন না খালেদা জিয়া। বিএনপি মহলে চরম হতশা ও ক্ষোভ দেখা দিয়েছে।

তবে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সম্মতি ও পরামর্শ নিয়ে তার সুচিকিৎসায় ব্যবস্থা নেবে মেডিকেল বোর্ড বলে নির্দেশ দিয়েছেন আদালত। খালেদা জিয়ার পছন্দমতো মেডিকেল বোর্ড গঠনেরও নির্দেশ দেয়া হয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, আমরা মনে করি, আপিল বিভাগের এই ধরনের রায় নজিরবিহীন। আমরা আইনি প্রক্রিয়ায় সামনে এগিয়ে যাবো।

http://www.anandalokfoundation.com/