14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ধামইরহাটে নিজ উদ্যোগে ১৭ গ্রামের ৪ শতাধিক বাড়ীতে খাবার পৌছালেন ইউপি সদস্য

Rai Kishori
April 23, 2020 5:08 pm
Link Copied!

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:  প্রাণঘাতি কোভিড-১৯ করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। এমন মুহুর্তে ঘরে বন্দি থাকা কর্মহীন মানুষের পাশে দাড়িয়েছেন ইউপি সদস্য আব্দুস সালাম।

জানা গেছে, ১নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য আব্দুস সালাম (ফুল্টু) নিজ ওয়ার্ডের পাশাপাশি পুরো ইউনিয়নের ১৭ গ্রামে কর্মহীনদের তালিকা করে তাদের বাড়ীতে নিজ হাতে পৌছে দিয়েছেন খাদ্য সামগ্রী।

ইউপি আব্দুস সালাম (ফুল্টু) জানান, ধামইরহাট ইউপির অধীন ৯টি ওয়ার্ডের তালিকা তৈরী করেছি এবং মোট ৪২৭ পরিবারের প্রত্যেককে ৩ কেজি ৮শ’ গ্রাম আটা ও ১ কেজি আলু আমি নিজ হাতে কর্মহীনদের বাড়ী বাড়ী পৌছে দিয়েছি। তিনি আরও জানান, প্রথমে ৩৮৭ পরিবারের তালিকা করলেও ২৩ এপ্রিল দুপুর পর্যন্ত ৯ নম্বর ওয়ার্ডভুক্ত জগদল ও ছোট শিবপুর গ্রামো অনেক নি¤œমধ্যবিত্ত যারা কারো কাছে হাত পাততে পারে না, এই শ্রেনির আরও ৪০ পরিবার কষ্টে দিনযাপন করছে এমন খবর পেয়ে তাদেরকেও আকস্মিক তাদের বাড়ীতে গিয়ে খাদ্য সামগ্রী দিয়েছি, প্রয়োজনে সংকট পরিস্থিতে সরকার ও প্রশাসনের আহবানে সাড়া দিতে সর্ব প্রস্তুত থাকবো।

ভুক্তভোগী ডাঙ্গাপাড়া গ্রামের নিশিরানী ও রুপনারায়ন (শল্পী) গ্রামের সাহেরা বানু বলেন, সালাম মেম্বারের সহযোগিতায় আমরা উপকৃত হয়েছি, অন্য এলাকার মেম্বার হয়েও আমাদের সহযোগিতা করেছেন জন্য আমরা মেম্বারের জন্য দোয়া করছি।

উল্লেখ্য গত ১৮ এপ্রিল পুরো ইউনিয়নের ৯টি ওয়ার্ডে তালিকাভুক্ত ওইসব পরিবারে খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম নিজ গ্রাম থেকে শুরু করেন।

http://www.anandalokfoundation.com/