বিশেষ প্রতিবেদকঃ বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বললেন, প্রধান বিচারপতির অপসারণ নিয়ে দেয়া খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বক্তব্য চরম ঔদ্ধত্যপূর্ণ এবং স্বাধীন বিচার বিভাগের প্রতি হুমকিস্বরূপ।
আজ শুক্রবার দুপুরে রাজধানীর নয়াপল্টনের দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রীর উদ্দেশ্যে রুহুল কবির রিজভী বলেন, সর্বোচ্চ আদালতে দোষী ও দণ্ডিত অপরাধী হয়ে প্রধান বিচারপতির অপসারণ দাবি তোলা মানায় না।
এ বিষয়ে তিনি আরো বলেন, আপনি তো সর্বোচ্চ আদালতে দোষী ও দণ্ডিত অপরাধী। আপনি সংবিধান রক্ষার শপথ ভঙ্গ করে এখনো মন্ত্রী হিসেবে বহাল রয়েছেন। বিশ্বের ইতিহাসে এমন নজির কি কোথাও আছে?
বিএনপির এ জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, দণ্ডিত মন্ত্রীদের নিয়ে যে মন্ত্রিসভা অনুষ্ঠিত হয় তাদের মুখে বিচার বিভাগের সমালোচনা করাটাও জাতির জন্য লজ্জাকর।
তিনি বলেন, এটাই স্বাভাবিক যে, দণ্ডিত অপরাধীরা সত্য ও ন্যায় বিচার সহ্য করবে না। তারা আইনের শাসনের কথা শুনলেই আঁতকে উঠবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক ব্যারিস্টার মাহাবুবউদ্দিন খোকন, বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী, অ্যাডভোকেট আহমদ আজম খান, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া।