14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মেহেরপুরে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

Ovi Pandey
January 12, 2020 9:50 am
Link Copied!

মেহের আমজাদ,মেহেরপুরঃ মেহেরপুর জেলার দুটি পৌরসভা ও তিনটি উপজেলাড ৪৭৭ টি কেন্দ্রে একযোগে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকালে মেহেরপুরের জেলা প্রশাসক মোঃ আতাউল গনি মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কয়েকটি শিশুর মুখে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল তুলে দিয়ে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন ঘোষণা করেন।

এ সময় সিভিল সার্জন ডাক্তার শামীম আরা নাজনীন, আর এম ও ডাঃ এহসানুল কবির,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অলক কুমার দাস, ইপিআই সুপার আব্দুস সালাম প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ০৬ মাস থেকে ১১ মাস বয়সী ৮ হাজার ২১ জন শিশুকে একটি নীল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ৫৯ হাজার ৬ শ ৭৫ জন শিশুকে একটি লাল রংয়ের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।

http://www.anandalokfoundation.com/