14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ক্যাডেট সিডিসি চায় ১৭ মেরিন ইঞ্জিনিয়ারিং পাস শিক্ষার্থী

SDutta
January 7, 2025 5:47 pm
Link Copied!

সুমন দত্ত: সরকারি নির্দেশ মোতাবেক বিদেশে পড়তে গিয়ে স্বীকৃতি পাচ্ছেন না ১৭ জন মেরিন ইঞ্জিনিয়ার। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই হতাশার কথা জানালেন হয়রানির শিকার শিক্ষার্থীরা। ১৭ শিক্ষার্থীর হয়ে জুবায়ের আহমেদ তানজিল সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন।

শিক্ষার্থীদের দাবি সরকারের দায়িত্বপ্রাপ্ত অধিদপ্তর তাদের ক্যাডেট সিডিসি আটকিয়ে রেখেছে। এর আগে শর্ত সাপেক্ষে প্রথম ও দ্বিতীয় ব্যাচের ছাত্রদের সিডিসি দেওয়া হলেও তাদের বিষয়টা ঝুলিয়ে রাখা হয়েছে। অবিলম্বে সিডিসি দিয়ে তাদের জব মাকের্টে প্রবেশের সুযোগ দেওয়া হোক।

২০২১ সালে প্রবাসী ও বৈদেশিক কর্ম সংস্থান মন্ত্রণালয় এবং চীনের মধ্যে মৌ চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিএমইটি এর অধীনে বাংলাদেশের ছয়টি আইএমটি ( ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি ) পারিচালিত হয়। শিক্ষাকালীন সময়ে তৃতীয় সেমিস্টার শেষে বেশ কয়েকজন বাছাই স্টুডেন্টকে স্কলারশীপ দেওয়ার মাধ্যমে চীনের জিয়াংসু মেরিটাইম ইনস্টিটিউটে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়। প্রশিক্ষণ শেষে তাদের বাংলাদেশ নৌ পরিবহন অধিদপ্তর ক্যাডেট সিডিসি হিসেবে সনদ দেওয়ার কথা। ওই সনদ পেলে তারা দেশি বিদেশি জাহাজে কাজ করতে পারবে। এখন সংশ্লিষ্ট অধিদপ্তর তাদের কে সেটি দিচ্ছে না। এতে তারা কোথাও কাজ না পেয়ে হতাশার জীবন অতিবাহিত করছে।

এ বিষয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরে যোগাযোগ করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, সিডেসি তাদের কে দেওয়া হবে। তাদের কাগজপত্র আমাদের হাতে কয়েকদিন আগে এসেছে। কেন এমন দেরি হচ্ছে সে বিষয়ে তিনি বলেন, সমস্যাটা অন্য জায়গায়। তাদের চাকরি পেতে সিডিসির প্রয়োজন পড়ে না। তারা যে বিষয়ে পড়াশোনা করেছে তার চাকরি শিপিয়ার্ডে কিংবা ডকিইয়ার্ডে হয়। জাহাজ মেরামত করা হচ্ছে তাদের মূল কাজ। সেটার জন্য জাহাজের নাবিক হওয়ার প্রয়োজন পড়ে না। তারপরও তাদের ডিগ্রিতে মেরিন শব্দটা লাগানো থাকায় অনেকটা বাধ্য হয়ে সিডিসি দিতে হচ্ছে। আমরা বিষয়টা বিএমইটি কে প্রথমবারই জানিয়ে দিয়েছি। তারপরও কয়েকটা ব্যাচ এরই মাঝে বেরিয়ে গেছে। যেহেতু তাদের আগের ব্যাচ গুলোকে সিডিসি দেওয়া হয়েছে। তাই তাদের কেও সিডিসি দেওয়া হবে। এজন্য প্রয়োজনীয় নথি চাওয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে তারা সিডিসি পেয়ে যাবে এমনটাই জানালেন ওই কর্মকর্তা। প্রশিক্ষণপ্রাপ্ত ১৭ শিক্ষার্থী কে হয়রানি করার ইচ্ছা নেই তাদের।

শিক্ষার্থীরা এ বিষয়ে দৃষ্টি আকর্ষন করতে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সম্পর্কে অধিদপ্তরের আরেক কর্মকর্তা বললেন, সরকারের আইন উপদেষ্টাকে বিষয়টি জানালে কাজ হবে না। জানাতে হবে নৌ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন তাকে। ১৭ জন শিক্ষার্থীকে বলতে হবে আইন উপদেষ্টা অসিফ নজরুল স্যার যেন নৌ মন্ত্রণালয়কে এ বিষয়ে সিদ্ধান্ত নেবার তাগিদ দেয়। তা না হলে বিষয়টি ঝুলে যাবে।

http://www.anandalokfoundation.com/