নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, কোটা সংস্কার আন্দোলনে সহিংস ঘটনায় ১৪৭ জন নিহত হয়েছেন।
রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। তিনি বলেন, ‘এখন পর্যন্ত ১৪৭ জন নিহতের খবর পাওয়া গেছে এবং নিহতদের মধ্যে পুলিশ সদস্য, আওয়ামী লীগের নেতা-কর্মী, ছাত্র ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রয়েছেন।
নিহতের সংখ্যা নির্ধারণে আরও অনুসন্ধান চালানো হচ্ছে ।
মন্ত্রী বলেন, নিহতদের মধ্যে কতজন নারী, পুরুষ ও বিভিন্ন পেশার মানুষ তা নির্ধারণের জন্য পুলিশ কাজ করছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ শুরু হয় গত ১ জুলাই। গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগ নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এরপর সারাদেশে সহিংসতা ছড়িয়ে পড়ে।