14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে মৎস্য সপ্তাহ শুরু

Link Copied!

দেশীয় প্রজাতির মৎস্য সম্পদের সংরক্ষন, উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্তিত করার প্রত্যয়ে “অভায়শ্রম গড়ে তুলি, দেশী মাছে দেশ ভরি”-এই প্রতিপাদ্য নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ শুরু হয়েছে।

এ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  একই স্থানে এসে শেষ হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার( অ:দা:) মো: মাসুম বিল্লাহ্।

এ সময় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, উপজেলা প্রকৌশলী সফিউল আজম, উপজেলা বিএনপি’র সহ-সভাপতি মো: ফায়েকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো: মিরাজ হোসেনসহ সরকারি কর্মকর্তা, মৎস্য চাষী ও  বিভিন্ন পেশাজীবি ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরে উপজেলা পরিষদ হল রুমে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস,এম শাহজাহান সিরাজের  সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (অ:দা:) মো: মাসুম বিল্লাহ । আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষীদের হাতে পুরস্কারের ক্রেস্ট তুলে দেওয়া হয়।

আগামী ২৪ আগষ্ট পর্যন্ত নানা কর্মসূচী পালনের মধ্য দিয়ে উপজেলায় জাতীয় এ মৎস্য সপ্তাহের নানা কর্মসূচী চলবে।

http://www.anandalokfoundation.com/