ঢাকার কেরানীগঞ্জে প্লাস্টিকসামগ্রী তৈরির একটি কারখানায় বুধবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই অগ্নিদগ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে। দগ্ধ আরও অন্তত ৩২ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বুধবার বিকাল সোয়া ৪টার দিকে কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা এলাকায় প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড কারখানায় আগুনের সূত্রপাত হয়। সাড়ে ৪টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে যায়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন জানান, কিভাবে সেখানে আগুনের সূত্রপাত হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে একটি কমিটি গঠন করা হবে।
কেরানীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. সাইফুল ইসলাম জানান, কারখানার ভেতর থেকে আনুমানিক ২৭ বছর বয়সী একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি। তিনি বলেন, ঠিক কতজন দগ্ধ হয়েছেন সেই সংখ্যা এখন নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন জানান, দগ্ধদের সব ধরনের চিকিৎসা দেয়া হচ্ছে। দগ্ধদের মধ্যে ৩২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
অগ্নিদগ্ধ অবস্থায় যাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন- লাল মিয়া, মেহেদী, দুর্জয়, সুজন, ওমর ফারুক, এহসান, রিয়াজ, জাকির, সোহাগ, মফিজুল, মোস্তাকিম, সালাউদ্দিন, আলম, সজল, ফিরোজ, আসলাম, ইমরান, দিদারুল, জিসান, রাজ্জাক, সোহান, ফয়সাল, বাবুল, জাহাঙ্গীর, বশির, খালেদ, শাখাওয়াত ও আবু সাইদ। আহতরা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানা গেছে। এদের বয়স ২০ থেকে ৩৮ বছরের মধ্যে।
ঢামেক বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল বলেন, আহত সবাইকে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা সবাই কম-বেশি দগ্ধ হয়েছেন। আহতদের মধ্যে আশঙ্কাজনক কতজন হতে পারে জানতে চাইলে তিনি বলেন, এখন প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে। পরে বলা যাবে।
হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মো. আলাউদ্দিন বলেন, আমাদের স্টাফদের ছুটি বাতিল করে রোগীদের সেবার জন্য উপস্থিত থাকার জন্য বলেছি। আমরা সবাই প্রস্তুত রয়েছি, তাদের সেবার জন্য।
দগ্ধ প্লাস্টিক কারখানার নিরাপত্তা ইনচার্জ বাবর আলী জানান, বিকাল সোয়া ৪টার দিকে কারখানার ভেতর হঠাৎ আগুন ধরে যায়। এ সময় সেখানে ৮০ জন শ্রমিক (নারী-পুরুষ) কাজ করছিলেন। আগুন লাগার পর অনেককে আহত অবস্থায় বের করে আনা হয়েছে। আহতদের মধ্যে কারখানাটির ব্যবস্থাপক নজরুল ইসলামও রয়েছেন বলে জানিয়েছেন যুগান্তরের কেরানীগঞ্জ প্রতিনিধি।
ঘটনাস্থলে সরেজমিন দেখা গেছে, প্রায় ২০ শতাংশ জায়গার ওপর কারখানাটি স্থাপন করা হয়েছে। কারখানাটি সেমিপাকা। চারদিকে দেয়াল ও উপরে টিনের শেড। আগুনে পুরো কারখানা ছাই হয়ে গেছে।
স্থানীয় বাসিন্দা ও ঘটনার প্রত্যক্ষদর্শী কবির হোসেন জানান, এ প্রতিষ্ঠানে ওয়ানটাইম থালা ও গ্লাস উৎপাদন করা হয়। এজন্য প্রচুর প্লাস্টিকের কাঁচামাল সেখানে মজুদ থাকে। এর আগেও একাধিকবার এ প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তখন এলাকাবাসীর পক্ষ থেকে আবাসিক এলাকা থেকে কারখানাটি সরিয়ে নেয়ার জন্য দাবি জানানো হলেও কারখানা কর্তৃপক্ষ কর্ণপাত করেনি।