আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গত ৬ সেপ্টেম্বর মিয়ানমার সফর করেন। সফরকালে তিনি ( মোদি) রোহিঙ্গা ইস্যুতে সু চির আন্তর্জাতিক খ্যাতি যেন নষ্ট না হয় সে বিষয়ে পরমার্শ দিয়েছেন বলে মন্তব্য করেছেন ঢাকা সফররত ভারতের পররাষ্টমন্ত্রী সুষমা স্বরাজ।
রোববার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে রোহিঙ্গা ইস্যুতে ভারতের প্রধানমন্ত্রীর ভূমিকা সম্পর্কে উল্লেখ করতে গিয়ে সুষমা স্বরাজ এমন মন্তব্য করেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিমের উদ্ধৃতি দিয়ে ইউএনবি জানায়, প্রধানমন্ত্রীর সাথে বৈঠককালে সুষমা স্বরাজ রোহিঙ্গা ইস্যুতে ভারতের ভূমিকা তুলে ধরতে গিয়ে মোদি সম্পর্কে তিনি বলেন, মিয়ানমার সফরকালে নরেন্দ্র মোদি অং সান সু চিকে রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিকভাবে তার যে খ্যাতি রয়েছে তা যেন নষ্ট না হয় সেই পরমর্শই দিয়েছেন। সূত্র: দি ডেইলি স্টার।