14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়া বিশ্ব হাত ধোয়া দিবসের র‌্যালী ও আলোচনাসভা

admin
October 30, 2018 6:34 pm
Link Copied!

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধিঃ “টেকসই উন্নয়ন স্বাস্থ্যসম্নত স্যানিটেশন হাত ধোব নিয়মিত থাকব সবাই স্বাস্থ্যস্মত” এ শ্লোগানকে সামনে রেখে কেন্দুয়া উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ও ব্যাকের সহযোগীতায় বিশাল র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার (৩০ অক্টোবর) সকালে উপজেলা নিবার্হী অফিসার মুকতাদিরুল আহমেদ এর নেতৃত্বে একটি র‌্যালি পৌর সদরে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা মাঠে শেষ হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন ভূঞা, মহিলা ভাইস চেয়ারম্যান জাহান্নারা রুজি, সহকারী কমিশনার (ভূমি) শিরিন সুলতানা, ব্যাক ওয়াশ কর্মসূচী ময়মনসিংহ এলাকা ব্যবস্থাপক মীর গোলাম মোস্তফা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ: সহকারী প্রকৌশলী মো: মাহমুদুল আলম ভূঞা , উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি কামরুল হাসান ভূঞা, কেন্দুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সেকুল ইসলাম খান প্রমুখ।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও গন্যমান্য ব্যাত্তিবর্গ উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/