14rh-year-thenewse
ঢাকা

কৃষক ও জিরা‌তিরা হ‌লো দে‌শ উন্নয়‌নের প্রথম সা‌রির সৈ‌নিক -খাদ্য উপদেষ্টা

ডেস্ক
April 5, 2025 7:13 pm
Link Copied!

কৃষক ও জিরা‌তিরা হ‌লো দে‌শ উন্নয়‌নের প্রথম সা‌রির সৈ‌নিক। তারা ভা‌লো থাক‌লে দেশ ভা‌লো থাক‌বে। মাথার ঘাম পা‌য়ে ফে‌লে তারা যে ফসল ফলায়, তা দি‌য়ে আমা‌দের বিপুল জনগোষ্ঠীর খাদ‌্য জোগান হয়। বলেছেন খাদ্য ও ভূ‌মি উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার।

শ‌নিবার (৫ এপ্রিল) কি‌শোরগ‌ঞ্জের অষ্টগ্রা‌ম উপজেলার অলওয়েবার সড়কের পাশে ভাতশালা হাওড়ে বোরো ধানের ফলন সরেজমিন পরিদর্শন ও জিরাতি কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

তি‌নি এ সময় হাও‌ড়ের সেচ সমস‌্যা, মাছ ধরার অজুহা‌তে অ‌বৈধভা‌বে খাল‌বিল শু‌কি‌য়ে ফেলার প্রবণতা, সার বীজের প্রাপ‌্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন‌্যায‌্যমূল‌্য নি‌শ্চিত কর‌তে সরকার কাজ কর‌ছে ব‌লেও উপ‌স্থিত সবাইকে আশ্বস্ত ক‌রেন।

হাও‌ড়ের খাল‌বিল, নদনদী শু‌কি‌য়ে যাওয়া প্রস‌ঙ্গে উপ‌দেষ্টা ব‌লেন, ‘মেঘনাসহ বড়বড় নদীগু‌লোও আজ নাব‌্যতা সংকটে ভুগ‌ছে। হাও‌ড়ের খাল‌বিলগু‌লো শু‌কি‌য়ে যা‌চ্ছে। খাল খন‌নের মাধ‌্যমে স্থানীয় খাল খনন করা সম্ভব। আর বড় নদনদীগু‌লো খনন কর‌তে সরকা‌র চেষ্টা চা‌লি‌য়ে যা‌চ্ছে। তি‌নি আরও ব‌লেন, হাওড় এলাকায় এখন কৃষকরা কেবল ধান নয়, ধা‌নের পাশাপা‌শি ভুট্টা, সব‌জি, হাঁসমুর‌গি পালন, মাছচাষসহ নানা‌বিধ অর্থ‌নৈ‌তিক কর্মকা‌ণ্ডে জ‌ড়িত। কা‌জেই হাওড় বি‌পুল সম্ভাবনাময় এক জনপদ। সরকার হাও‌রের যো‌গা‌যোগ ব‌্যবস্থাসহ আর্থসামা‌জিক উন্নয়‌নে ব‌্যাপকভা‌বে কাজ কর‌ছে।’

এ সময় উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার জিরা‌তি‌দের কা‌ছে তা‌দের সম‌স‌্যাগু‌লো জান‌তে চান। বেশ ক‌য়েকজন জিরা‌তি, তা‌দের সেচ সমস‌্যা, রাস্তাঘা‌টের সংকট, খাওয়ার পা‌নির অভাব নি‌য়ে কথা ব‌লেন। তখন জেলা প্রশাসক‌কে এগু‌লো দ্রুত সমাধা‌নের নি‌র্দেশ দেন উপ‌দেষ্টা। পরে উপ‌দেষ্টা ভাতশালা হাও‌ড়ের বো‌রো‌ জমি ঘু‌রে দে‌খেন।

এ সময় হাও‌ড়ে সরাস‌রি কৃ‌ষিকা‌জের স‌ঙ্গে জ‌ড়িত কৃষক ও জিরা‌তিদের সমস‌্যার কথা শো‌নেন। মতবি‌নিময় সভায় পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রা‌মের ইউএনও দিলশাদ জাহান, অষ্টগ্রা‌মের কৃ‌ষি অ‌ফিসার অ‌ভি‌জিত সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/