14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কুশল বরণ চক্রবর্তীর বিরুদ্ধে মবতন্ত্র সৃষ্টি করে মানসিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ

ডেস্ক
July 5, 2025 12:40 am
Link Copied!

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে মবতন্ত্র সৃষ্টি করে উপাচার্যের অফিস কক্ষে তাঁকে মানসিকভাবে লাঞ্ছিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায়।

শুক্রবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক কুশল বরণ চক্রবর্তীকে লাঞ্ছিত করার প্রতিবাদে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোট আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

বিক্ষোভ সমাবেশে বাংলাদেশ সনাতন পার্টির সাধারণ সম্পাদক সুমন কুমার রায় বলেন, ‘দেশে আজ সর্বত্র মবতন্ত্র বিরাজ করছে, দেশে কোথায় আইনের শাসন নেই। দেশে কোনো সরকার আছে বলে মনে হচ্ছে না।’

সুমন কুমার বলেন, ‘কুশল বরণকে যে ঘটনায় মামলার আসামি করা হয়েছে, তখন তিনি আমাদের সঙ্গে শাহবাগে আন্দোলনে ছিলেন। তাঁর বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে মামলা ও হয়রানি করছেন।

বাংলাদেশ হিন্দু পরিষদ কেন্দ্রীয় কমিটির মুখপাত্র সাজন কুমার মিশ্র বলেন, ‘আগে শুনতাম মগের মুল্লুক আর এখন দেখছি মবের মুল্লুক। এমনভাবে মব হচ্ছে, তা দেখে মনে হচ্ছে, সরকার দেশ চালাতে ব্যর্থ।’

অন্তর্বর্তী সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে সাজন কুমার বলেন, ‘আওয়ামী লীগ ব্যর্থতার দায়ে যেভাবে দেশ ছেড়েছে, মনে হচ্ছে আপনাদেরও সেই পথে যেতে হবে। মব অত্যাচার বন্ধ করতে না পারলে দ্রুত পদত্যাগ করে বিদায় নিন। অন্যথায় আপনাদেরও আওয়ামী লীগের মতো অবস্থা হতে পারে।’

উল্লেখ্য, কুশল বরণ চক্রবর্তী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পাশাপাশি সনাতনী জাগরণ জোটের সহমুখপাত্র ও সনাতন বিদ্যার্থী সংসদ বাংলাদেশের সঙ্গে যুক্ত রয়েছেন। শুক্রবার পদোন্নতির সাক্ষাৎকার দিতে এলে উপাচার্যের দপ্তরে তাঁকে হেনস্তা করার অভিযোগ উঠেছে ইসলামী ছাত্রশিবির ও ইসলামী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীদের বিরুদ্ধে।

http://www.anandalokfoundation.com/