বিশেষ প্রতিনিধিঃ সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌর সভার সাময়িক বরখাস্ত হওয়া মেয়র জি কে গৌছ ও হরকাতুল জিহাদ প্রধান মুফতি আবদুল হান্নানসহ ৩২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
টানা ৯ বার পেছানোর পর রবিবার দুপুর পৌনে ২টার দিকে সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান মামলায় কারাবন্দী ও জামিনে থাকা ২২ আসামির উপস্থিতিতে এ অভিযোগ গঠন করেন। আদালতে এ সময় উপস্থিত ছিলেন আলোচিত এ মামলার কারাবন্দী আসামি সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্ত হওয়া মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হবিগঞ্জ পৌরসভার সাময়িক বরখাস্ত মেয়র জি কে গৌছ, হরকাতুল জিহাদ প্রধান মুফতি আবদুল হান্নান, দেলওয়ার হোসেন রিপন, বদরুল আলম, মিজানুর রহমান, হাফেজ নাঈম, মুহিবুল্লাহ, শরীফ শাহেদুল আলম, মুফতি মঈন উদ্দিন, আবদুল মাজেদ ভাট, শেখ মাওলানা আবদুল সালাম ও শেখ ফরিদসহ জামিনে থাকা আট আসামি।
মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের পিপি কিশোর কুমার কর জানান, মামলায় কারাবন্দী ও জামিনে থাকা ২২ আসামির উপস্থিতিতে মামলার অভিযোগ গঠন করা হয়েছে। ৬ সেপ্টেম্বর ছিল কিবরিয়া হত্যা মামলার অভিযোগ গঠনের সর্বশেষ তারিখ। তবে আসামি কারাবন্দী আরিফুল হক চৌধুরী অসুস্থ থাকায় এবং তাকে আদালতে হাজির না করায় ওই দিন অভিযোগ গঠন হয়নি। এর আগে ২১ জুন, ৬, ১৪ ও ২৩ জুলাই; ৩, ১০, ১৮ ও ২৫ আগস্ট এবং ৬ সেপ্টেম্বর আলোচিত এই হত্যা মামলার অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। কিন্তু সকল আসামি আদালতে হাজির করতে না পারায় তারিখ পিছিয়ে যায়।
সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে মামলার আসামিদের আদালতে হাজির করা হয়। সকাল ১০টা ৫৭ মিনিটে আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। আদালতে মামলার আসামিরা অব্যাহতির আবেদন জানান। শুনানি শেষে দুপুর পৌনে ২টায় বিচারক অব্যাহতির আবেদন নাকচ করে আলোচিত এ মামলার অভিযোগ গঠন করেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অধিকতর তদন্ত করে গত বছরের ১৩ নভেম্বর তৃতীয় পর্যায়ে একটি সম্পূরক অভিযোগপত্র দাখিল করে। এতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছসহ নয়জন নতুন করে অভিযুক্ত হন। গত বছরের ২৮ ও ২৯ ডিসেম্বর দুই মেয়র আদালতে আত্মসমর্পণ করলে দুজনকে কারাগারে পাঠানো হয়।
৭ জানুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় এক আদেশে দুই মেয়রকে সাময়িক বরখাস্ত করে। মামলাটি হবিগঞ্জ থেকে সিলেটের বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরের পর প্রথম ২১ জুন অভিযোগ গঠনের শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছিল। মামলার ৩৫ আসামির মধ্যে ১৪ জন বর্তমানে কারাবন্দী।