ভারতের কাশ্মীর সীমান্তে আবার ও বোমা বিস্ফোরণ। শুক্রবার জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় নিয়ন্ত্রণরেখা বরাবর হটাৎ প্রবল বিস্ফোরণ হয়। বিস্ফোরণে একজন লেফটেন্যান্টসহ চারজন জওয়ান আহত হয় বলে জানা গিয়েছে।
ঘটনার পর সেনাবাহিনীকে নিয়ন্ত্রণ রেখায় অ্যালার্ট করা হলেও সেনা আধিকারিক সূত্রে এই খবর, ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।
সূত্রের খবর, এদিন জম্মু ও কাশ্মীরের নওশেরা সেক্টরের কালালের নিয়ন্ত্রণ রেখা বরাবর ফরওয়ার্ড এলাকায় টহল দিচ্ছিল সেনা জওয়ানরা। সেই সময়ই এই বিস্ফোরণের ঘটনাটি ঘটেছিল বলে জানা গিয়েছে। এই ঘটনায় জখম জওয়ানদের দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
প্রসঙ্গত, নতুন বছরের প্রথম দিনই নওশেরা সেক্টরের নিরাপত্তা খতিয়ে দেখতে তল্লাশি অভিযানে নামে ভারতীয় সেনাবাহিনী। তখনই সংঘর্ষ শুরু হয় সেনাবাহিনীর সঙ্গে। এই ঘটনায় নিহত হয়েছিলেন ২ সেনা। এই ঘটনার পরই এলাকায় আরও জোরদার করা হয়েছে তল্লাশি অভিযান।
এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে ভারত সিমান্তে। গোটা এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে রেখেছে ভারতীয় জওয়ানরা।