14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত তিন

admin
January 9, 2017 10:30 am
Link Copied!

নিউজ ডেস্কঃ ভারত-নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলায় জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্সের (জিআরইএফ) তিন শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন।

আজ সোমবার ভোরে জিআরইএফের আখনুর সেক্টরে এ হামলা চালানো হয়। এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানায়, আখনুরের বটল এলাকায় অবস্থিত জিআরইএফের ক্যাম্পে হঠাৎ আক্রমণ করে জঙ্গিরা। এ সময় আক্রমণ মোকাবিলায় পাশের ক্যাম্প থেকে সৈন্যরা দ্রুত এগিয়ে এলে জঙ্গিরা পালিয়ে যায়। কিন্তু তার আগেই তিন শ্রমিক নিহত হন।

এ হামলার পর জম্মু ও কাশ্মীরে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং অনুপ্রবেশকারী জঙ্গিদের খুঁজতে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

এদিকে ইন্ডিয়া টুডের খবরে জানায়, ভোরে সীমান্তবর্তী বটল গ্রামের ওই ক্যাম্পের অধিকাংশ লোকই ঘুমিয়ে ছিলেন। তাঁদের বেশিরভাগই ছিলেন নির্মাণশ্রমিক। হঠাৎ গোলাগুলি শুরু হলে তিনজন নিহত হন। তাৎক্ষণিকভাবে নিহত তিনজনের পরিচয় জানা যায়নি।

জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ারিং ফোর্স ভারতীয় সেনাবাহিনীর ক্যাডার বাহিনীর অন্তর্ভুক্ত একটি শাখা। তারা সেনাবাহিনীর অধীনে থাকা সীমান্তের রাস্তা নির্মাণ ও দেখভালের দায়িত্বে নিয়োজিত।

http://www.anandalokfoundation.com/