অভিজিৎ পান্ডে, দি নিউজ ডেক্সঃ গতকাল এক সংবাদ সম্মেলনে সব দিক থেকে দুনিয়ার এক নম্বর সন্ত্রাসী। সোলাইমানি অনেক মার্কিনকে হত্যা করেছেন। আমরা তাঁকে হত্যা করেছি।
ডেমোক্র্যাটদের তাঁকে সমর্থন করাটা আমাদের দেশের জন্য মর্যাদাহানিকর। সম্প্রতি গত সপ্তাহে ইরান ভুল করে ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের একটি উড়োজাহাজ ভূপাতিত করে। এতে উড়োজাহাজের ১৭৬ জন আরোহী নিহত হন। এরপর থেকে ইরানের জনগণ রাস্তায় সরকারবিরোধী বিক্ষোভ করছে। এবং তারা সর্বোচ্চ আধ্যাত্মিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পদত্যাগ পর্যন্ত দাবি করেছে।
গত রবিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তেহরানের আজাদি স্কয়ারে বিক্ষোভকারীদের ওপর গুলি ছুড়তে ও মাটিতে রক্ত দেখা যায়। ইরানি পুলিশ গুলি ছোড়ার কথা অস্বীকার করেছে। এর পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানি নেতাদের উদ্দেশে টুইট করে বলেন, বিক্ষোভকারীদের হত্যা করবেন না। এর আগে বিক্ষোভকারীদের উদ্দেশে ইংরেজি ও ফারসি ভাষায় টুইট করে ট্রাম্প বলেন, ‘আমরা আপনাদের বিক্ষোভ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং আপনাদের সাহস-অনুপ্রেরণা দিচ্ছি।