14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে মাদক বিরোধী মানববন্ধন

admin
February 17, 2019 4:33 pm
Link Copied!

ষ্টাফ রিপোর্টার,ঝিনাইদহ॥ “জ্ঞানের আলোই বিলীন হোক হতাশা ও মাদক, আসুন সবাই মিলে দেশকে ভালবাসি, মাদককে না বলি” এই স্লোগানকে সামনে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জে মানববন্ধন কর্মসূসূচী পালন করেছে মানসমুক্তি পাঠাগার নামের একটি সংগঠন।

রোববার সকালে ঝিনাইদহ-যশোর মহাসড়কের পাশে দক্ষিণ আড়পাড়া বৈশাখী তেলপাম্প এলাকায় ঘন্টা ব্যাপী এ কর্মসূচী পালন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, মানসমুক্তি পাঠাগারের সদস্য ও কুষ্টিয়া র‌্যাবের এএসপি মাসুদ রানা, পুলিশের এসআই আব্দুল খায়ের,মানসমুক্তি পাঠাগারের সভাপতি আক্তারুজ্জামান, সাধারণ সম্পাদক সাবিক আহমেদ, সাখাওয়াত হোসেন, রাজু আহমেদ,রাসেল, কামাল উদ্দিন প্রমুখ।

মানববন্ধনে বক্তবারা বলেন, মাদক প্রতিরোধ করতে পাড়াই পাড়াই সচেতনতা বাড়াতে হবে।

http://www.anandalokfoundation.com/