14rh-year-thenewse
ঢাকা আজ বুধবার আগস্ট 13, 2025
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে পুলিশের অভিযানে গাজা সহ মাদক সম্রাট শহীদ গাজী আটক

Rai Kishori
July 24, 2019 9:50 pm
Link Copied!

আরিফ মোল্লা, ঝিনাইদহ ॥  কালীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে আড়াই’শ গ্রাম গাঁজাসহ মাদক সম্্রাট শহীদ গাজী (৩৮) নামে এক মাদক ব্যাবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলপৈতা গ্রামের এলাহী গাজীর পুত্র আটক শহীদ গাজীকে বুধবার জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার বিকালে পুলিশ উপজেলার মঙ্গলপৈতা বাজার থেকে তাকে আটক করে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইউনুচ আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন মঙ্গলপৈতা বাজারে মাদক বিকিকিনি চলছে। এমন সংবাদ পেয়েই বিকালে ওসি নিজেই থানার পুলিশ ফোর্স নিয়ে ওই স্থানে অভিযান চালায়। এ সময় গাজা বিক্রিকালে ২৫০ গ্রাম গাজা সহ শহীদ গাজীকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, আটক শহীদ একজন চিহ্নিত মাদক ব্যাবসায়ী। তার বিরুদ্ধে মাদক চোরাচালান সহ নানা অপকর্মের অভিযোগ রয়েছে।

http://www.anandalokfoundation.com/