ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহের কালীগঞ্জে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত টিন ও চেক বিতারণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে রোববার সকালে উপজেলা পরিষদ চত্বরে এই টিন বিতারন করা হয়।
ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব টিন ও চেক প্রদান করেন। সে সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান মতি, সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আশরাফুল আরেফিন, ত্রিলোচান পুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান নজরুল ইসলাম ছানা প্রমুখ।
উল্লেখ্য কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ৪২টি দরিদ্র পরিবারের মাঝে ৪৭ বান্ডিল টিন ও এক লক্ষ ৪১ হাজার টাকার চেক প্রদান করা হয়।