কালীগঞ্জে তামাকজাত দ্রব্য ব্যাবহার রোধে সাংবাদিক, জনপ্রতিনিধি, মসজিদের ইমাম ও এনজিও প্রতিনিধিদের নিয়ে ১ দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্টিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর আয়োজনে বৃহস্পতিবার কমপ্লেক্্েরর কনফারেন্স রুমে ওই কর্মশালার উদ্বোধন করেন কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আলমগীর হোসেন।
স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা ব্যুরোর ’লাইফ ষ্টাইল” হেলথ এডুকেশন এন্ড প্রমোশন এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রনালয়ের অধিন কর্মশালাতে টেইনার ও রিসোর্স পারসন ছিলেন, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্েরর মেডিকেল অফিসার ডাঃ আজগর আলী। তিনি তামাক ব্যাবহারে মানবদেহের ক্ষতিকারক দিক ও প্রতিকারের নানান দিক নির্দেশনা তুলে ধরেন।
ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের বাস্তবায়নে কর্মশালার মতবিনিময়ে অংশ নিয়ে বক্তব্য রাখেন, স্বাস্থ্য কমিটির সদস্য ও কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্্েরর অফিসিয়াল কর্মকর্তা মাইনুর হোসেন ও হেলথ ইনসপেক্টর আব্দুল হামিদ। প্রশিক্ষনে স্থানীয় সাংবাদিকদের মধ্যে বাংলাদেশ প্রতিদিনের হাবিব ওসমান, মানবকন্ঠের শাহাজান আলী বিপাশ, কালের কন্ঠের নয়ন খন্দকার, আজকালের খবরের আরিফ মোল্ল্যা, ভোরের কাগজের বেলাল হোসেন বিজয় ও সবুজ বাংলার রবিউল ইসলাস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের প্রধান, মসজিদের ইমাম ও এনজিও কর্মীগন উপস্থিত ছিলেন।