14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালীগঞ্জে জমি নিয়ে বিরোধ ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

admin
April 26, 2022 6:20 pm
Link Copied!

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার পিরোজপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ফজলুর রহমান (৭০) নিহত হয়েছেন।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। সাবেক ইউপি মেম্বর নিহত ফজলুর রহমান ওই গ্রামের মজিবুর রহমান শাহ’র ছেলে। গ্রামবাসি জানায়, দীর্ঘদিন ধরে পিতার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে বড় ভাই ফজলুর রহমানের সাথে ছোট ভাই হাফিজুর রহমানের বিরোধ চলছিল। বিষয়টি নিস্পত্তির জন্য মঙ্গলবার দুপুরে বারোবাজারে ছোট ভাই হাফিজুরের হোমিও ফার্মেসীতে যান বড় ভাই ফজলুর রহমান।

সেখানে দুই ভায়ের কথাকাটাকাটির এক পর্যায়ে ছোট ভাই তার টেবিলে থাকা ছুরি দিয়ে বড় ভাইয়ের বুকে এলোপাতাড়ি আঘাত করে। ছুরিকাঘাতে গুরুতর আহত হন বৃদ্ধ ফজলুর রহমান। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। যশোর সদর হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা: তাহমিদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ফজলুর রহমান হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, জমি নিয়ে বিরোধের কারনে এই হত্যার ঘটনা ঘটেছে। পুলিশ ছোট ভাই হাফিজকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছে।

http://www.anandalokfoundation.com/