মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের ১২ ঘন্টা পর খালের পানিতে ডুবে যাওয়া আড়াই বছরের শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কালকিনি পৌরসভার ৩নং ওয়ার্ডের ‘চরফতে বাহাদুর’ গ্রামের একটি খাল থেকে উদ্ধার করা হয় ওয়ালিদের মরদেহ। নিহত ওয়ালিদ একই এলাকার মো. জুয়েল বেপারীর ছেলে।
স্বজন ও স্থানীয়রা জানায়, গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে বাড়ির উঠানে খেলছিল আড়াই বছরের ওয়ালিদ। এ সময় অসাবাধনবশত বাড়ির পাশের খালের মধ্যে পড়ে যায় সে। মুহুর্তেই পানিতে তলিয়ে নিখোঁজ হয় শিশু ওয়ালিদ। পরে খবর দেয়া হয় কালকিনি ফায়ার সার্ভিসকে। খবর পেয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। অনেক খোঁজাখুঁজির একপর্যায়ে আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে খালের মধ্যে থেকে উদ্ধার করা হয় ওয়ালিদের মরদেহ। শিশুর মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
কালকিনি ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার মো. খোকন জমাদার জানান, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ৮-১০ ঘন্টা উদ্ধার অভিযান চালায়। পরে সকালে স্থানীয়রা শিশুটির মরাদেহ খালের পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করে।
কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, নিহত শিশুটির মরদেহ থানায় নিয়ে আসা হয়েছিল। অপমৃত্যু মামলা হলে পরে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।