14rh-year-thenewse
ঢাকা
শিরোনাম

আমাদের লক্ষ্য শিক্ষার মান উন্নয়ন এবং চলবে ওয়ান শিফটে -গণশিক্ষা উপদেষ্টা

ফরিদপুরের ঢাকা-ফরিদপুর মহাসড়কে তরমুজবাহী ট্রাক, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে সদর উপজেলার শিবরামপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। এ সময় একজন আহত হয়েছেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন- মোটরসাইকেলের চালক সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামের নয়ন শেখ ও একই ইউনিয়নের মদনদিয়া গ্রামের অটোরিকশার চালক শাজাহান শেখ। করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাউদ্দিন চৌধুরী জানান, ফরিদপুরের দিক থেকে রাজবাড়ীগামী একটি তরমুজবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল ও রিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলের আরোহী নয়ন শেখ নামে এক যুবক ঘটনাস্থলেই নিহত হন। এ সময় তাঁর পেছনে থাকা তার মা গুরুতর আহত হন। এছাড়া আহত রিকশাচালককে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। এসময় ওসি আরও বলেন, ঘটনার সময় ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছের ধাক্কা লেগে পড়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

মধুখালীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন অনুষ্ঠিত

সরকারি সাত কলেজের সমন্বয়ে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের নাম ঘোষণা হতে পারে আজ

প্রধান নির্বাচন কমিশনারের সাথে ইউরোপীয় ইউনিয়নের বৈঠক

আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের রায় ঘোষণা

নিজের ৬০ বছরেরে জন্মদিনে নতুন প্রেমিকার সঙ্গে পরিচয় করালেন আমির খান

আজকের সর্বশেষ সবখবর

জানুন কারা অধিদফতরে ৫০৫ শূন্য পদে নিয়োগের দিন কবে!

ডেস্ক
March 16, 2025 8:15 am
Link Copied!

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কারা অধিদফতর। শূন্য ৫০৫ জন কারারক্ষী নেবে প্রতিষ্ঠানটি। আজ রোববার (১৬ মার্চ) আবেদনের শেষ সময়। আগ্রহীরা দ্রুত অনলাইনে আবেদন করতে পারেন।

প্রতিষ্ঠানের নাম: কারা অধিদফতর

পদসংখ্যা: ০২টি

লোকবল নিয়োগ: ৫০৫ জন

পদের নাম: পুরুষ কারারক্ষী

পদসংখ্যা: ৩৭৮টি

বেতন: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা: উচ্চতা অন্যূন ১.৬৭ মিটার। বুকের মাপ অন্যূন ৮১.২৮ সেন্টিমিটার। ওজন অন্যূন ৫২ কেজি। অবশ্যই অবিবাহিত হতে হবে।

পদের নাম: নারী কারারক্ষী

পদসংখ্যা: ১২৭টি

বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা (গ্রেড-১৭)

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

অন্যান্য যোগ্যতা: উচ্চতা অন্যূন ১.৫৭ মিটার। বুকের মাপ অন্যূন ৭৬.৮১ সেন্টিমিটার। ওজন অন্যূন ৪৫ কেজি। অবশ্যই অবিবাহিত হতে হবে।

বয়সসীমা: ১৬ মার্চ ২০২৫ তারিখে ১৮ থেকে ২১ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি: পরীক্ষার ফি বাবদ টেলিটকের সার্ভিস চার্জসহ মোট ৫৬ টাকা এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।

http://www.anandalokfoundation.com/