যশোর প্রতিনিধি: ত্রাণের দাবিতে মানববন্ধন করেছে যশোর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দারা। আজ বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে তারা এ মানববন্ধন করেন। এসময় তারা খাদ্য চাই প্লাকার্ড নিয়ে খাদ্য সহায়তার দাবি জানান।
মানববন্ধনে অংশ নেয়া কর্মহীন মানুষেরা দাবি করেন, সরকার ছুটি ঘোষণার পর থেকে তাদের কাজ ছুটে গেছে। শহরের কাজের উদ্দেশ্যে বের হলে ঘরে পাঠিয়ে দেয়া হচ্ছে। এ অবস্থায় খাদ্য না থাকায় অভুক্ত দিন অতিবাহিত করছেন। সরকার খাদ্য সহায়তার ঘোষণা দিলেও তারা কোন সহায়তা পাচ্ছেন না বলে বাধ্য হয়ে রাজপথে নেমে আসতে হয়েছে।
এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় কোতোয়ালী থানার ওসি (তদন্ত) শেখ তাসমীম আলমসহ পুলিশ সদস্যরা। তারা মানববন্ধনে অংশগ্রহণকারীদের হটিয়ে পৌরসভায় পাঠান। এসময় ওসি বলেন, মেয়র ও সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরকে খবর দেয়া হয়েছে। তারা যদি ত্রাণ না দেয় তাহলে পুলিশের পক্ষ থেকে বাড়ি বাড়ি ত্রাণ পৌছে দেয়া হবে।
পুলিশ খবর দিলেও দুপুর ১টা পর্যন্ত পৌরসভায় যাননি মেয়র ও কাউন্সিলর। তবে কাউন্সিলর গোলাম মোস্তফা মোবাইলে জানিয়েছেন, তার ওয়ার্ডেই বস্তি রয়েছে ১২টি। তিনি জেলা প্রশাসন ও পৌরসভার পক্ষ থেকে মাত্র ২৪৩টি স্লিপ পেয়েছেন। যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। মেয়রের সাথে বৈঠক করে পর্যায়ক্রমে যাদের প্রয়োজন তাদের খাদ্য সহায়তা দেয়া হবে। এছাড়া ওএমএসের কার্ডও দেয়া হবে বলে জানান তিনি।