বাইডেনের পরাজয় আর ট্রাম্পের বিজয় উপমহাদেশের রাজনীতিতে এক নুতন যুগের সূচনা করবে।কারণ ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই বাংলাদেশে নির্যাতনের স্বীকার হিন্দু খ্রিস্টানদের দুর্দশা লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছিলেন এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পরম বন্ধু হিসাবে আশাবাদ ব্যক্ত করেছিলেন।ফলে অচলায়তন ভেঙে নুতন সূর্য উদিত হবে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরে আসবে ভারতের উপর চাপ কমবে এবং দুইদেশের মধ্যে পুনরায় স্বাভাবিক সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা দেখা দেবে।
আমেরিকার বাইডেন সরকার ভারতের মধ্যে সমান্তরাল দেশ (ডিপ স্টেট)বানাতে চেষ্টা করেছিলো।কিন্তু নিজেরাই এখন সমান্তরাল হয়ে গিয়েছে।ডিপ স্টেট বানানোর যে কি পরিনাম তা নরেন্দ্র মোদী সরকার বাইডেন প্রশাসনকে বুঝিয়ে দিয়েছেন।ভারত বৈদেশিক কূটনীতিতে কতটা পারদর্শী তা আবার প্রমানিত হলো।
ভারতের সাধারণ নির্বাচনে আমেরিকান প্রশাসন তার সর্বশক্তি নিয়োগ করে তাদের আন্তর্জাতিক যত সহযোগি ছিলো তাদের সবাইকে কাজে লাগিয়ে চেয়েছিলো নরেন্দ্র মোদী সরকারের পতন ঘটাতে।কিন্তু পারেননি।এবার ভারত অত্যন্ত সুকৌশলে তার মধুর প্রতিশোধ নিয়ে বাইডেন প্রশাসনকে ছুড়ে ফেলে দিল।
ভারতে দেশের মধ্যে সমান্তরাল দেশ বানাতে ব্যর্থ হয়ে বাইডেন প্রশাসন পার্শ্ববর্তী বাংলাদেশকে বেছে নিয়ে সফলতা পেয়েছিলো।কিন্তু এবার কোথায় পালাবি ডিপ স্টেটের অনুঘটকের কারিগরেরা।পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এর কাছ থেকে সামরিক ট্রেনিং নিয়ে আসিফ নজরুল/ মাহফুজ আলম এবং তাদের কিছু নাবালক ছাত্র নামধারী সন্ত্রাসী বাংলাদেশকে সমান্তরাল পাকিস্তান বানাতে চেয়েছিলো।এবার তোদের বড়ভাইয়ের পরাজয়ে বীরোচিত প্রত্যাঘাতের জন্য প্রস্তুত হ।
তবে সহসাই বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এমন ভাবার কোন কারণ নেই।যতক্ষণ পর্যন্ত না গনতন্ত্র প্রত্যাশিরা রাস্তার দখল নিতে না পারবে ততক্ষন পর্যন্ত শেখ হাসিনার দেশে ফেরা হবেনা।যারা মনে করছেন ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় হাসিনা দেশে ফিরবেন তারা ভুল ভাবছেন।বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা তাতে বাংলাদেশে কোন রাজনৈতিক নেতাই নিরাপদ নয়।তাই আরও একটি বিপ্লব সংগঠিত না হলে অনেক কিছুই অসম্ভব থেকে যাবে।