14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কমলগঞ্জে জাহানার বেগম চৌধুরী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Biswajit Shil
December 3, 2019 5:29 pm
Link Copied!

মাহমুদ খান, নিজস্ব প্রতিনিধি (মৌলভীবাজার):  মৌলভীবাজারের কমলগঞ্জে আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফখর উদ্দিন চৌধুরীর চাচী ও বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল হক চৌধুরী খসরুর মাতা জাহানারা বেগম চৌধুরী স্মরণে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে পতনঊষার ইউনিয়নের আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয়ের সভাপতি প্রভাষক মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও শিক্ষক-কবি নিখিল কান্তি গোস্বামীর সঞ্চালনায় আলোচনা সভায় অংশ গ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক আব্দুল হক চৌধুরী খসরু, প্রধান শিক্ষক মিছবাউর রহমান চৌধুরী, কমলকুঁড়ি সম্পাদক পিন্টু দেবনাথ, কমরেড সাইফুর রহমান, ডা. রাকেশ মোহান্ত, পল্লী চিকিৎসক নুরুল ইসলাম, হারুনুর রশীদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বিপুল বৈদ্য, মসুদ আহমদ, শিক্ষক হারিস মিয়া, শমশের আলী, মোনায়েম খান, শিক্ষার্থী মিনহাজ আহমদ শরিফ প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন শিক্ষক মাও: আব্দুল ওয়াহিদ।

বক্তারা বলেন, জাহানারা বেগম চৌধুরী ছিলেন একজন মহিয়সী নারী, সমাজসেবী, শিক্ষানুরাগী ও রত্নগর্ভা মা। তিনি ৫ ছেলে ও ৩ মেয়েকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে সমাজে প্রতিষ্ঠিত করেছেন। এবং পরিবারের সদস্য যুক্তরাজ্য অবস্থান করছেন। বক্তরা জাহানারা বেগম চৌধুরী রুহের মাগফেরাত কামনা করেন।

উল্লেখ্য, গত ২৩ নভেম্বর রাত ৩টা ১৬ মিনিটে লন্ডণস্থ একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন।

http://www.anandalokfoundation.com/