একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট কবি,সমালোচক ও স্থপতি রবিউল হুসাইনের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তার বাসভবনে গিয়ে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন।
সাহিত্যিক কবি ও স্থপতি রবিউল হুসাইন আজ সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইঊ) শেষ নিশ্বাস ত্যাগ করেন।
প্রধানমন্ত্রী তার বাসভবনে গিয়ে শোক সন্তপ পরিবারকে বলেন, তার মৃত্যু সাহিত্য ও স্থাপত্য ক্ষেত্রে এক অপূরণীয় ক্ষতি। সেই সাথে মরহুমের রুহের শান্তি ও মাগফেরাত কামনা করেন এবং পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
রবিউল হুসাইনের জন্ম ১৯৪৩ সালে ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি রক্তের জটিলতায় ভুগছিলেন। দুই সপ্তাহ ধরে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছিল। অবস্থার অবনতি হলে সোমবার তাকে সিসিইউতে নেয়া হয়।