14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নিজ সংসারের কথা না ভেবে দেশের জন্য কাজ করে চলেছেন এসিল্যান্ড ভুপালী

Rai Kishori
April 21, 2020 10:27 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ: নিজ সংসারের কথা না ভেবে কাক ডাকা ভোর থেকে শুরু হয় মানুষকে সচেতনতার কাজ চলে অনেক রাত পর্যন্ত। করোনা ভাইরাসের সংক্রমণে যখন সারা বিশের¦ মানুষ বিপদগামী, তার থেকে রেহায় পাচ্ছেনা বাংরাদেশের মানুষও। ঠিক তখনই ঝিনাইদহের কালীগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রথম থেকেই কঠোর পদক্ষেপ নিয়ে কাজ করেচলেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার। জনগনকে নিরাপদ রাখতে ও জনগনকে বাঁচাতে দিন রাত নিরলস ভাবে পরিশ্রম করে চলেছেন তিনি। ঢাকা-নারায়নগঞ্জ থেকে আশা কোন ব্যক্তির সন্ধান পেলেই তিনি ছুটে চলেন তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতে। এবং সামাজিক দুরত্ব বজায় রাখতে রাত-দিন সমান ভাবে পৌরসভা ও উপজেলার ১১টি ইউনিয়ন অতন্দ্র প্রহরীর ন্যায় পাহারা দিয়ে চলেছেন তিনি। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশ সেবাই নিজেকে নিয়োজিত করেছেন তিনি।

এসিল্যান্ড ভুপালী সরকার কালীগঞ্জ পৌরসভা ও উপজেলার ১১ টি ইউনিয়নে সরকারী নির্দেশনা মোতাবেক নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে যাচ্ছেন। অভিযানের সময় সার্বক্ষণিক বাজার মনিটরিং করে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কঠোর ভূমিকা পালন করেছেন তিনি।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভুপালী সরকার জানান, আমি ঝিনাইদহের বিজ্ঞ জেলা প্রশাসক জনাব সরোজ কুমার নাথ স্যারের নির্দেশনা অনুযায়ী কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবর্না রানী সাহা স্যারের সার্বিক দিকনির্দেশনায় করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে জনগনকে সামাজিক দুরত্ব বজায় রেখে নিজ নিজ ঘরে থাকা নিশ্চিত করতে আমি কাজ করে যাচ্ছি। তবে এক্ষেত্রে বিধি নিষেধ অমান্য করে অল্প কিছু লোক যারা ঘরের বাইরে বের হযে়ছিলেন কিংবা কিছু দোকানপাট খোলা রেখেছিলেন তাদের প্রতি সচেতনতার আহবান জানিয়ে বারবার সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো জানান, সরকারি নির্দেশনা না মানলে তাদের প্রতি প্রচলিত আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে। কালীগঞ্জে করোনা ভাইরাস মোকাবিলায় এখানকার জনগণকে সর্বোচ্চ নিরাপত্তার চাঁদরে বেষ্টিত করতে প্রত্যহ ভোর বেলা থেকে শুরু করে মাঝরাত অবধি আমরা কাজ করে যাচ্ছি। এ কাজে বাংলাদেশ সেনাবাহিনী, কালীগঞ্জ থানা পুলিশ আমাদের সহযোগিতা করে যাচ্ছেন।

কেউ যেন এই মহামারী ভাইরাস করোনা তে অকালে মৃত্যুবরণ না করে বা কারোর পরিবার ক্ষতিগ্রস্থ না হয়, সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। কালীগঞ্জকে এ মহামারী থেকে বাচাঁতে পারলেই বর্তমান সরকারের তথা আমাদের সবার এ পরিশ্রম স্বার্থক হবে। আসুন আমরা সকলের সচেতনতা বৃদ্ধি করি যেন করোনা ভাইরাসের ভয়াবহতা মোকাবিলা করা সম্ভব হয়।

এসময় এসিল্যান্ড ভুপালী সরকার তার কার্যক্রমে কালীগঞ্জবাসী ও গণমাধ্যমের কাছে সহযোগিতা কামনা করেন।

http://www.anandalokfoundation.com/