14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

এসএ টিভির প্রতিবেদনে প্রতিবাদ বংশাল থানার

SDutta
April 9, 2025 9:32 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি এসএ টিভিতে প্রচারিত একটি প্রতিবেদনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

গত ৭ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দে প্রচারিত “ঢাকা বংশাল থানার ওসির নেতৃত্বে পার্সেল মালামাল লুট” শীর্ষক প্রতিবেদনটি ‘অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম।

প্রতিবেদনে বলা হয়েছিল, ৬ এপ্রিল রাত ৯টা ৫ মিনিটের দিকে বংশাল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে রাজধানীর তাঁতিবাজার মোড় সংলগ্ন এসএ পরিবহনের স্টোর রুম এবং আশেপাশের এলাকা থেকে একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি (ভারতীয় ও মায়ানমার) অবৈধ পণ্য জব্দ করা হয়।

প্রতিবেদনে আরও বলা হয়, ৫টাকার মালামাল নেই তবুও ৫লক্ষ টাকা ঘুষ দাবী করা হয়েছে। কিন্তু বংশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে আনুমানিক ৩৩ লাখ ৫৩ হাজার টাকা মূল্যের অবৈধ পণ্য ছিল।—যেমন: তেল, সাবান, চকলেট, পারফিউম, ফেসওয়াশ ও প্যান্টের কাপড় ইত্যাদি।

যেসব পণ্য —জব্দ করা হয় তাদের বৈধ উপায়ে আমদানির যথোপযুক্ত ডক্যুমেন্টস তারা প্রদর্শন করতে পারেননি।

যেসব পণ্যের যথাযথ আমদানির কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হয়েছিল, সেইসব পণ্যের তালিকা খোদ এসএ পরিবহনের পক্ষ থেকেই পুলিশকে দেয়া হয়েছিল, যা আমাদের কাছেই গচ্ছিত রয়েছে।

এমনকি যেসব পণ্য জব্ধ করা হয়েছিল, সেইসব পণ্যের চালান নাম্বারসহ তাদের কোড নাম্বার অনুযায়ী তাদের দেয়া লিখিত কাগজে পুলিশের কর্মকর্তাকে দিয়ে স্বাক্ষর করিয়ে নিয়েছে। যা তারা নিজেরাই আমাদের গাড়ী পর্যন্ত পৌঁছে দেয়।

মালামাল জব্দ করার পর তাদেরকে জব্দকৃত মালামালের বৈধ মালিকদেরকে থানায় যোগাযোগ করার জন্য বলা হয়েছিল। কিন্তু মামলা রুজু করে আদালতে পাঠানোর আগ পর্যন্ত কেউ থানায় এসে অভিযোগ জানায়নি।

উক্ত শুল্কবিহীন মালামাল জব্দ করার প্রেক্ষিতে বংশাল থানায় ৭ এপ্রিল ২০২৫ তারিখে নিয়মিত মামলা (মামলা নং-০২) রুজু করা হয়। ১৯৭৪ সালের The Special Powers Act-এর 25B (1)(b)/25D ধারায় এতে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, “এসএ টিভিতে প্রচারিত প্রতিবেদনটিতে ‘কোনরূপ জব্দতালিকা না করে মালামাল লুট’ করার যে অভিযোগ তোলা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

আইন অনুযায়ী, জব্দ তালিকা প্রস্তুতের মাধ্যমে সকল আলামত সঠিকভাবে সংরক্ষণ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “পুলিশের পক্ষ থেকে গ্রাহকদের কাছে পাঁচ লক্ষ টাকা দাবি করা হয়েছে” — এমন অভিযোগও সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট।

http://www.anandalokfoundation.com/