আমাদের দেশে সামাজিক বা পারিবারিক বিরোধের অন্যতম কারণ হচ্ছে ভূমি। ভূমির ওপর সৃষ্টিকর্তা সকল জীবকে অধিকার দিয়েছে। তাই ভূমি আইন প্রয়োগকালে কিছু দিক মনে রাখতে হবে। বিশেষ করে খাস জমি বন্দোবস্ত দেওয়া যাবে কি যাবে না ভালোভাবে বুঝে শুনে করতে হবে। এমন কাজ করে যাবেন যাতে ভবিষ্যৎ প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়ে থাকে। বলেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
আজ রাজধানীর তেজগাঁওয়ে ভূমি ভবনের সম্মেলন কক্ষে বিসিএস ক্যাডারভুক্ত প্রশাসন, পুলিশ, বন এবং বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের কর্মকর্তাগণের ৩৮তম সার্ভে ও সেটেলমেন্ট প্রশিক্ষণ কোর্স ২০২৪-২৫ এর সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে উপদেষ্টা এসব কথা বলেন। প্রশিক্ষণে মোট ৮১ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছিলেন।
উপদেষ্টা বলেন, এখন ভূমির চ্যালেঞ্জ অনেক বেশি। আপনাদের সবসময় রাষ্ট্রের আইন পুঙ্খানুপুঙ্খভাবে অনুসরণ করতে হবে। অনেক বাধা আসবে এগুলো অতিক্রম করেই সাফল্য অর্জন করতে হবে। তিনি বলেন, একটা কথা মনে রাখতে হবে আপনারা রষ্ট্রের কাজে নিয়োজিত, রাষ্ট্রের জন্য সর্বোচ্চ দায়িত্ব পালন করতে হবে।
উপদেষ্টা আরো বলেন, সময়ের প্রেক্ষাপটে প্রশিক্ষণের সিলেবাস রি-কাস্ট করা অত্যন্ত জরুরি। সরকার ডিজিটাল ভূমি সেবায় প্রবেশ করেছে। তাই আগামী কোর্স হতে ডিজিটাল সার্ভে, ডিজিটাল ম্যাপসহ সকল ডিজিটাল সেবার বিষয় সিলেবাসে অন্তর্ভুক্ত থাকবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. মোঃ মাহমুদ হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয় সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান (সচিব) এ জে এম সালাউদ্দিন নগরী ও ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান (সচিব) মুহাম্মদ ইবরাহিম।
শেষে ভূমি উপদেষ্টা এবং অন্যান্য অতিথিবৃন্দ প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন ।