14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

একযোগে তিন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ

admin
January 8, 2018 4:53 am
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ তিনজন সহকারী অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করেছেন। আজ দুপুরে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে তারা অব্যাহতি চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রসাশনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন

তিনি বলেন, আজ দুপুরে কার্যালয়ে তিনজন অব্যাহতি চেয়ে দরখাস্ত জমা দিয়েছেন। এরা হলেন গাজী মামুন, জাহাঙ্গীর হোসেন ও হাসানুজ্জামান উজ্জ্বল। তবে কি কারণে তারা পদত্যাগ পত্র দিয়েছেন সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

পরে এ বিষয়ে জানতে পদত্যাগপত্র জমাদানকারী মো. জাহাঙ্গীর আলমকে ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। প্রসঙ্গত, গত ৪ জানুয়ারি সহকারী অ্যাটর্নি জেনারেল থেকে পদন্নোতি দিয়ে ও নতুন করে ৩৪ জনকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ দেয় সরকার।

http://www.anandalokfoundation.com/