প্রভাষ বালাঃ প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণের প্রতিরোধে দেশব্যাপী অঘোষিত লকডাউনে অসহায় কর্মহীন শ্রমজীবী ও হতদরিদ্র অর্ধশতাধিক পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করলেন টিকরীবাড়ী একতা সমাজকল্যাণ যুব সংঘ নামে সামাজিক সংগঠন।
আজ ১৭ এপ্রিল শুক্রবার গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলাধীন টিকরীবাড়ি একতা সমাজকল্যাণ যুব সংঘের পক্ষ থেকে সামাজিক দুরত্ব বজায় রেখে এ খাদ্যসামগ্রী প্রদান করা হয় ।
এসময় টিকরিবাড়ী একতা যুব সংঘের সভাপতি অমর বালা বলেন, বর্তমানে আমাদের দেশ অনেক সংকটময় মুহূর্ত পার করতেছে। মহামারী করোনার প্রভাবে আমাদের এলাকায় অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে তাই আমাদের সংগঠনের সামর্থ্যানুযায়ী তাদের পাশে দাড়িয়েছি এবং আগামীতেও আমরা এই কার্যক্রম অব্যহত রাখবো।
এ সময় উপস্থিত ছিলেন বিকাস বালা, খগেন গাইন, মিহির বালা, পরিমল সেন, জীবন রায়, প্রভাষ বৈরাগী সহ সংগঠনের নেতৃবৃন্দ।