কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় রুবি বেগম (৪২) নামের এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত দুজনকে কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আজ সোমবার (৩০ ডিসেম্বস) দুপুরে উলিপুর-কুড়িগ্রাম সড়কের শিববাড়ি নামকস্থানে এ ঘটনাটি ঘটে।
নিহত রুবি বেগম উপজেলার তবকপুর ইউনিয়নের নয়াপাড়া গ্রামের সহিদুল ইসলামের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ১টি থ্রি-হুইলার কুড়িগ্রাম থেকে উলিপুর আসার পথে ওই স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় থ্রি-হুইলারের যাত্রী রুবি বেগম ছিটকে পড়ে অটোরিকশার চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে এ ঘটনায় গুরুতর আহত হন অটোচালক শাহাদৎ হোসেন (৫০) ও অটোযাত্রী মাইদুল ইসলাম (৩০)। তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে করেছেন।