দেশের উন্নয়নকে টেকসই করতে মানবাধিকার নিশ্চিত করতে হবে। এই জন্যে দুর্নীতিমুক্ত প্রশাসন, শক্তিশালী গণতন্ত্র ও বস্তুনিষ্ঠু গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা অপরিহার্য। বলেছেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল।
বিশ্ব মানবাধিকার দিবস ২০১৯ উপলক্ষে বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির উদ্যোগে ১০ ডিসেম্বর সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন, র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মানুষের মানবিক মর্যাদা, সমান অধিকার ও আইনগত অধিকার নিশ্চিত করতে সরকারের পাশাপাশি সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্যে মানবাধিকার উন্নয়ন ও সংরক্ষণের জন্যে আরো অধিক কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। তিনি সকলকে স্বীয় দায়িত্ব সততা ও সচ্ছতার সাথে যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়ে বলেন, মানবাধিকার উন্নয়নে গণসচেতনতা বাড়াতে হবে।
সংগঠনের ভাইস চেয়ারম্যান মিলন মল্লিক এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য অধ্যাপক হুমায়ুন কবির হিরু, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, জাতীয় স্বাধীনতা পার্টির সভাপতি মিজানুর রহমান মিজু, এশিয়ান জার্নালিস্ট হিউম্যান রাইটস কালচারাল ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মইনুর রশীদ চৌধুরী, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গীতিকবি সেলিনা আক্তার, এম শহিদুল ইসলাম, এস এম আনোয়ার হোসেন অপু, এ কে এম জুনাইদ, মফিজুর রহমান মামুন, তানভির আহমেদ রানা।