14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ই-ভিসা ছাড়া আর ভারতে ঢুকতে পারবেন না আফগান নাগরিকরা

Rai Kishori
August 25, 2021 8:20 pm
Link Copied!

ই-ভিসা বাধ্যতামূলক করার পাশাপাশি আফগান নাগরিকদের আগে থেকে দেয়া সব ভিসাও বাতিল করেছে ভারত।

আজ বুধবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।  আফগানিস্তানে নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। খবর হিন্দুস্তান টাইমস।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ই-ভিসা বাধ্যতামূলক করার পাশাপাশি আফগান নাগরিকদের আগে থেকে দেয়া সব ভিসাও বাতিল করার কথা টুইট করে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আফগান নাগরিকরা যাতে জরুরি ভিত্তিতে ই-ভিসার আবেদন করতে পারে সেই উদ্দেশ্যে ‘ই-এমার্জেন্সি এক্স-মিস (মিসলেনিয়াস) ভিসা’ ব্যবস্থা চালু করা হয়েছে গত সপ্তাহে। আপৎকালীন ই-ভিসা চালুর জন্য বিশেষ আফগানিস্তান সেলও গঠন করা হয়েছে।

বর্তমান পরিস্থিতিতে আফগানিস্তানের বহু এলাকাতেই ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আফগান নাগরিকদের একাংশ কিভাবে, ই-ভিসার আবেদন জানাবে তা নিয়ে ইতোমধ্যেই সংশয় তৈরি হয়েছে।

কেন্দ্রীয় সরকারের একটি সূত্র জানাচ্ছে, আফগানিস্তানে তালেবান শাসন কায়েম হওয়ার পর দেশটির বহু নাগরিক আতঙ্কে ভারতে ঠাঁই পেতে চাইছেন। অন্যদিকে আফগান নাগরিকদের দেশ ছাড়ার বিষয়ে ইতোমধ্যেই নানা বিধিনিষেধ জারি করেছে তালেবান। এই পরিস্থিতিতে তালেবানের সঙ্গে সংঘাতের সম্ভাবনা এড়াতেই এমন পদক্ষেপ নেয়া হয়েছে।

http://www.anandalokfoundation.com/