দি নিউজ ডেক্সঃ ইরানকে বাদ রেখে মুসলিম দেশগুলোর তৈরি সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশনের (ওআইসি) এর বৈঠক করছে সৌদি আরব।
মুসলিম দেশগুলোর সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো অপারেশনের (ওআইসি) বৈঠকে ইরানকে বাদ দিয়েছে সৌদি আরব। আজ রিয়াদে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র আব্বাস মৌসাভি জানান, সৌদি আরবের সরকার ইরানি প্রতিনিধি দলকে বৈঠকে অংশ নিতে বাধা দিয়েছে। দেশটি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনা করা হবে। সৌদি আরব পরীক্ষা করে দেখতে চান ‘শতাব্দীর সেরা চুক্তি’ হিসেবে পরিচিত এই পরিকল্পনার প্রতি সদস্য দেশগুলোর প্রতিক্রিয়া কি এবং কেমন সমর্থণ আছে দেশগুলোর।