14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইভ্যালির পদ ছেড়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন মাহবুব কবীর

নিউজ ডেস্ক
February 4, 2022 1:27 pm
Link Copied!

প্রতারণার অভিযোগে গত বছরের ১৬ সেপ্টেম্বর বিকেলে মোহাম্মদপুরে স্যার সৈয়দ রোডের নিলয় কমপ্রিহেনসিভ হোল্ডিংয়ের (হাউজ নম্বর ৫-৫এ) বাসা থেকে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শামীমা নাসরিনকে আটক করে র‌্যাব।তারা দুজন এখন কারাগারে আছেন।

হাইকোর্টের নির্দেশে গত বছরের ১৮ অক্টোবর ইভ্যালির পরিচালনার দায়িত্ব নেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের পরিচালনা পর্ষদ। এতে ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব দেওয়া হয় মো. মাহবুব কবীর মিলনকে।

সম্প্রতি গ্রাহকদের গালাগালি শুনে অসুস্থ হ‌য়ে পড়েছেন তিনি। এমন পরিস্থিতিতে প্রতিষ্ঠান‌টির পদ ছেড়ে দেওয়ার ইচ্ছা পোষণ করেছেন মাহবুব কবীর।

http://www.anandalokfoundation.com/