14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইভটিজিং করার অপরাধে ভোলায় ২ শ্রমিকের কারাদন্ড

Rai Kishori
February 19, 2019 9:58 pm
Link Copied!

ভোলা প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিনে স্কুল ছাত্রীদের ইভটিজিং করার অপরাধে মো.হাসান (২০)ও মো.রাকিব (১৯)নামের ২শ্রমিককে কারাদন্ড প্রদান করা হয়েছে। বোরহানউদ্দিন উপজেলা নিবার্হী অফিসার আ: কুদদূস এই রায় প্রদান করেন।

মঙ্গলবার(১৯ফেব্রুয়ারী) সকাল ৯টায় উপজেলা সড়ক দিয়ে বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ৩ ছাত্রী স্কুলে আসার পথে ইভটিজিং করেন ২ শ্রমিক।
স্থানীয়রা বোরহানউদ্দিন থানায় খবর দিয়ে ওসি তদন্ত আ: কাদের খবর পেয়ে সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ২ শ্রমিককে আটক করেন।
পরে তাদেরকে উপজেলা নির্বাহি কর্মকর্তা আদালতে হাজির করলে আদালত ১ বছর করে ২ শ্রমিকের কারাদন্ড প্রদান করেন।

হাসান ভোলা পৌর ৫নং ওয়ার্ডের জুলাসের ছেলে, রাকিব ভোলা সদর ইলিশা চর জাঙ্গালিয়া এলাকার লোকমানের ছেলে। তারা ২জনই বোরহানউদ্দিন উপজেলা সড়কে মাশাআল্লাহ ওয়াকর্সপে শ্রমিক হিসাবে কাজ করতেন।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি)অসিম কুমার সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, তাদেরকে ভোলা জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/