14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব

Brinda Chowdhury
January 17, 2020 9:58 am
Link Copied!

টঙ্গীর তুরাগ তীরে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হলো বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব। আগামী রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ২০২০ সালের বিশ্ব ইজতেমা।

টঙ্গীর তুরাগ তীরে জড়ো হয়েছেন মুসল্লিরা। কানায় কানায় পূর্ণ হয়েছে ইজতেমা ময়দানসহ টঙ্গী আব্দুল্লাহপুরের আশপাশের এলাকা। এর আগে, বৃহস্পতিবার বাদ আসর থেকে শুরু হয় দ্বিতীয় পর্বের প্রাক প্রস্তুতি বয়ান। বিশ্ব ইজতেমার প্রথম পর্বের মতোই কঠোর নিরাপত্তাব্যবস্থা রয়েছে দ্বিতীয় পর্বেও।

এরই মধ্যে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি শুরু হয়েছে। দ্বিতীয় পর্বের ইজতেমার আয়োজক তাবলিগ জামাতের সাবেক আমির মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীরা।

http://www.anandalokfoundation.com/