13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইউনিক ই-মেইল আইডি পাচ্ছেন ৩৫ লাখ জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী

Link Copied!

গুগল ওয়ার্কস্পেস ফর এডুকেশনের আওতায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের ৩৫ লাখ শিক্ষার্থী পাচ্ছেন অফিশিয়াল ই-মেইল আইডি। আনলিমিডেট স্টোরেজ এ ই-মেইল আইডিতে একজন শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগের পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সট, ডকুমেন্টস, ডিজিটাল কনটেন্ট সংরক্ষণের সুযোগ তৈরি হবে।

প্রাথমিক পর্যায়ে ২০২১-২২ শিক্ষাবর্ষের ৩ লাখ ২৯ হাজার ৮৬ জন শিক্ষার্থীকে অফিসিয়াল ই-মেইল আইডি দেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সব শিক্ষার্থীকে এই আইডি দেওয়া হবে।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক মশিউর রহমান বলেন, শিক্ষার্থীরা অফিসিয়াল ই-মেইল আইডির মাধ্যমে পাঠগ্রহণে নতুন দিগন্তের উন্মোচন করতে পারবে। ই-মেইল আইডিতে আনলিমিডেট স্টোরেজ থাকবে। এই আইডির মাধ্যমে তারা বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। একইসঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ টেক্সট, ডকুমেন্টস, ডিজিটাল কনটেন্ট সংরক্ষণের সুযোগ তৈরি হবে। একাডেমিক পাঠগ্রহণেও এই আইডি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নিজামউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুস সালাম হাওলাদার উপস্থিত ছিলেন।

http://www.anandalokfoundation.com/