13yercelebration
ঢাকা

ইউক্রেনের তিনটি বন্দরে ফের কার্যক্রম শুরু হয়েছে

নিউজ ডেক্স
July 28, 2022 2:11 pm
Link Copied!

তুরস্ক এবং জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া ও ইউক্রেন খাদ্যশস্য রপ্তানির বিষয়ে ঐকমত্যে পৌঁছানোর পর দক্ষিণ ইউক্রেনের তিনটি বন্দরে ফের কার্যক্রম শুরু হয়েছে।

ওডেসা, চারনোমরস্ক, পিভদেনিই বন্দর আপাতত খুলেছে। এখান থেকেই খাদ্যশস্য বোঝাই জাহাজ কৃষ্ণসাগরের পথ ধরে আফ্রিকার দিকে যাবে।

ইউক্রেন জানিয়েছে, জাহাজগুলোর সামনে পেছনে অ্যাসকর্ট জাহাজ থাকবে। তারাই নিরাপদ পথ দেখিয়ে খাদ্যবোঝাই জাহাজগুলোকে নিয়ে যাবে। বস্তুত অ্যাসকর্ট জাহাজগুলোতে অত্যাধুনিক যন্ত্র লাগানো থাকবে। যার সাহায্যে বোঝা যাবে, পানির নিচে কোথাও কোনো মাইন বা বাধা আছে কিনা।

http://www.anandalokfoundation.com/