14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ইংলিশ ক্লাব চেলসিকে কিনে নিলো যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী টড বোয়েলি

নিউজ ডেক্স
May 8, 2022 11:32 am
Link Copied!

ইংলিশ ক্লাবটির নতুন মালিক এখন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী টড বোয়েলি ও তার নেতৃত্বাধীন ব্যবসায়িক গ্রুপ। শনিবার এক বিবৃতিতে বোয়েলির নেতৃত্বে কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির শর্ত নিয়ে সমঝোতায় পৌঁছার ঘোষণা দিয়েছে চেলসি কর্তৃপক্ষ।

বোয়েলির নেতৃত্বাধীন কনসোর্টিয়ামে আছে বিনিয়োগ প্রতিষ্ঠান ক্লিয়ারলেক ক্যাপিটাল, মার্কিন ব্যবসায়ী মার্ক ওয়াল্টার ও সুইস বিলিয়নিয়ার হ্যানসজর্গ ওয়েস। চেলসি কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৫২৫ কোটি মার্কিন ডলার (৪২৫ কোটি পাউন্ড) খরচ হবে এই ব্যবসায়িক গ্রুপের। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪৪ হাজার ৬৪১ কোটি টাকা ।

চুক্তির শর্ত অনুযায়ী, চেলসির শেয়ার কিনতে ৩১০ কোটি ডলার দেবেন বোয়েলি, বাকি ২১৫ কোটি ডলার বিনিয়োগ করবে ক্লাবের স্টেডিয়াম, নারী দল, একাডেমি ও ফাউন্ডেশন।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ­াদিমির পুতিনের ঘনিষ্ঠ হিসাবে তোপের মুখে পড়েন চেলসির রুশ মালিক আব্রাহিমোভিচ।

এখন চেলসির মালিকানা নিয়ে কয়েক মাসের অনিশ্চয়তার অবসান হলো।

http://www.anandalokfoundation.com/