মধুখালী প্রতিনিধিঃ সর্ব কালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতি রক্ষার্থে আড়পাড়া উচ্চ বিদ্যালয়ে নির্মিত বঙ্গবন্ধু কর্ণার রবিবার সকালে উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিকুর রহমান চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোসাঃ পারমিস সুলতানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ ইসমাইল হোসেন, মধুখালী উপজেলা তথ্য ও প্রযুক্তি সহকারী প্রোগ্রামার দিজেন্দ্র নাথ বিশ^াস, আড়পাড়া ইউনিয়নের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ জাকির হোসেন মোল্যা, বিদ্যালয় এডহক কমিটির সভাপতি ও সমাজসেবক আড়পাড়া ইউনিয়নের কৃতি সন্তান এবং শিক্ষানুরাগী মোঃ আশরাফুল ইসলাম জিহাদ, আড়পাড়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আরমান হোসেন বাবু, মোঃ আঃ হান্নান মোল্যা, অত্র স্কুলের প্রধান শিক্ষক মোল্লা মোঃ হাফিজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক পঞ্চানন কুমার দাস সহ অন্যান্য শিক্ষকমন্ডলী, অভিভাবক সদস্যগন প্রমুখ।