14rh-year-thenewse
ঢাকা

আহত ও শহীদ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময়  ও নগদ অর্থ প্রদান

Link Copied!

মাদারীপুরের কালকিনিতে বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে জুলাই ২৪ এর ছাত্র-জনতার বৈষম্য বিরোধী  আন্দোলনে  আহত ও শহীদ পরিবারের সদস্যদের  সাথে তারেক রহমানের পক্ষ থেকে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় ও নগদ অর্থ প্রদান করেন  বিএনপির কন্দ্রীয় সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
মাদারীপুরের  জুলাই    এর  ছাত্র জনতা আন্দোলনের  আহত ২৮টির পরিবার   ও  শহীদ  ১৭ টি পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ হতে এ ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় হয় এবং আহত ও শহীদ প্রতিটি পরিবারকে  নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজ শনিবার  দুপুর ১টার দিকে  কালকিনি উপজেলার  রমজানপুর ইউনিয়নের জুলাই ছাত্র-জনতার বৈষম্য বিরোধী  আন্দোলনের  শহিদ সিফাতের বাড়িতে এ অনুষ্ঠানটি  অনুষ্ঠিত হয়েছে। কালকিনি উপজেলা ছাত্রদলের আয়োজনে উপজেলা ছাত্রদলের আহবায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব সাইফুল ইসলামের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সহ-গনশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- জুলায়ের ছাত্র জনতার বৈষম্য বিরোধী  আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের হত্যা কারীদের ফাঁসি দড়িতে ঝুলিয়ে বিচার করতে হবে আর যেন কোন ফ্যাসিস্ট বাংলায় না জন্মায়।

এসময় উপস্থিত ছিলেন কালকিনি ্উপজেলা বিএনপির সাবেক সভাপতি  ফজলুর রহমান বেপারী, ছাত্রদলের সাবেক সভাপতি মামুন শিকার, সেচ্ছাসেবক  দলের সভাপতি শহিদুল ইসলাম সহ , যুবদল  নেতা  শামীম মোল্লা, কৃষক দল, যুবদল নেতা  কাউসার হোসেন নান্নাসহ আরও বিভিন্ন  অঙ্গসংগঠনের  নেতা কর্মী ও স্থানীয় লোকজন ।

http://www.anandalokfoundation.com/