মোঃ ফরহাদ শেখ, রাজৈর(মাদারীপুর) প্রতিনিধিঃ মাদারীপুরে একটি হত্যা মামলার আসামী জামিনে বেড়িয়ে আসার পর তাকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শনিবার রাতে প্রসেন বসু (৩১) ঢাকার শ্যামলী প্রমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। নিহত ওই যুবক রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মৃধাবাড়ি গ্রামের সতীশ বসুর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গত ২৫ জানুয়ারি জমি নিয়ে বিরোধে জেরে দু’পক্ষের সংঘর্ষে কদমবাড়ি ইউনিয়নের সাবেক ইউপি সদস্য যুধিষ্টির বসু নিহত হয়। এ ঘটনায় মামলা হলে গ্রেফতার হয় প্রসুনসহ বেশ কয়েকজন। পরে তারা জামিনে নিয়ে বাড়িতে ফিরলে গত বুধবার (১৫ এপ্রিল) বাদীপক্ষের লোকজনের হামলায় প্রসেন বসু (৩১), মিহির বসু (২১), সতিশ বসু (৬৪) ও সজু বসু (১৯) সহ বেশ কয়েকজন আসামী গুরুতর আহত হয়। প্রথমে তাদের উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরে প্রসেণ ও মিহিররের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে প্রসেনকে ঢাকার শ্যামলী প্রমা হাসপাতালে ভর্তি করা হলে শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ওই যুবক। এ ঘটনায় রাজৈর উপজেলার কদমবাড়ি ইউনিয়নের মৃধাবাড়ি গ্রামে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার শওকত জাহান জানান, হত্যা মামলা আসামীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৬জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আসামীদের ধরতে মাঠে কাজ করছে পুলিশ।