বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক: তারহীন চার্জিং টেকনোলজি নিয়ে কাজ করছে অ্যাপল আইফোন ও আইপ্যাডের জন্য। এজন্য যুক্তরাষ্ট্র এবং এশিয়ার সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে একযোগে কাজ করছে প্রতিষ্ঠানটি।
ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, ২০১৭ সাল নাগাদ এই প্রযুক্তি আইফোন ও আইপ্যাডে আসবে। এই প্রযুক্তিতে একটি চার্জিং ডকের মাধ্যমে এসব ডিভাইস চার্জ হবে।
একটি নির্ভরযোগ্য সূত্র ব্লুমবার্গকে জানিয়েছে, এই প্রযুক্তি বাজারে আনতে অ্যাপল সমস্যাগুলো কাটিয়ে উঠতে কাজ করছে। বিশেষ করে বেশি দূরত্বে বিদ্যুতের অপচয় রোধে প্রযুক্তি উদ্ভাবনের জন্য কাজ চলছে।
বাজারে এখন স্যামসাং, সনি এবং গুগলের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি রয়েছে। অ্যাপল এই প্রযুক্তি বাজারে ছাড়লো এসব প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিদ্বন্দ্বীতায় নামতে হবে।