14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আশুতোষ গোস্বামীর প্রয়াণ, শোকাহত দ্যা নিউজ সম্পাদক

Link Copied!

বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার বড় বাশাইল গ্রাম নিবাসী সর্বজন শ্রদ্ধেয় আশুতোষ গোস্বামী পরলোক গমন(ওঁ দিব্যান্ লোকান্ স গচ্ছতুঃ) করেছেন। প্রয়াণ কালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার প্রয়াণে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দ্যা নিউজ এর সম্পাদক ও প্রকাশক প্রমিথিয়াস চৌধুরী। আশুতোষ গোস্বামীর প্রয়াণ

আজ ২৬ আগস্ট (৯ ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ), মঙ্গলবার সকাল আনুমানিক ৭:৩০ দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইহলোকের মায়া ত্যাগ করে অমৃতলোকে পাড়ি জমিয়েছেন। তাঁর প্রয়াণে এলাকাবাসীও গভীরভাবে শোকাহত।

প্রয়াণ কালে তার স্ত্রী, ছয় মেয়ে, নাতি নাতনী, দুই ভাই,ভাইয়ের ছেলে মেয়ে, অসংখ্য শিষ্য ভক্তসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন।

আশুতোষ গোস্বামীর দেহ ত্যাগের খবর শুনেই দ্যা নিউজ এর সম্পাদক ও প্রকাশক তার বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত তার স্ত্রীকে শান্তনা দিয়ে গভীর সমবেদনা জানিয়েছেন। সম্পাদক মহোদয় পরলোকগত আত্মার চিরশান্তি কামনা করেছেন ও শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, প্রতিবেশী, শিষ্য ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

শোকবার্তায় দ্যা নিউজের সম্পাদক বলেন, ‘আমরা শুধু একজন মানুষকে হারাইনি, হারিয়েছি এক আদর্শ, এক অনুপ্রেরণা। তার আদর্শ, মহৎ কর্ম ও পূণ্য স্মৃতি  আমাদের পথচলার প্রেরণা হয়ে থাকবে।’

http://www.anandalokfoundation.com/