২০১০ সালে স্বঘোষিত গডম্যান স্বামী নিত্যানন্দের একটি সেক্স টেপ ভাইরাল হয়েছিল। সেখানে তামিল অভিনেত্রী রঞ্জিতার সঙ্গে প্রায় বিবস্ত্র অবস্থায় দেখা গিয়েছিল নিত্যানন্দকে। সেই ঘটনায় ভারতে বিশেষ করে দক্ষিণ ভারতে তুমুল হট্টগোল হয়েছিল। তারা মিথ্যা দাবী করলেও সাতবছর পর ভারতের কেন্দ্রীয় ফরেনসিক রিপোর্ট দিয়েছে যে ওই সেক্স টেপটি আসল। ফলে ফের একবার খারাপ সময় আসতে চলেছে নিত্যানন্দের কপালে। কিন্তু এতে তার কোন ভ্রুক্ষেপ নেই।
ধর্ষণ এবং শিশুদের অপহরণ করে নিজের আশ্রমে আটকে রাখার মামলায় অভিযোগের তির উঠেছে স্বঘোষিত গডম্যান স্বামী নিত্যানন্দের বিরুদ্ধে। দেশ ছেড়ে পালিয়ে ইকুয়েডরে গিয়ে একটি গোটা দ্বীপও কিনে ফেলেছেন এই ধর্মগুরু।
এদিকে তাঁর পাসপোর্ট বাতিল করা ছাড়া আর বিশেষ কিছুই করতে উঠতে পারেনি সরকার। এবার যেন সরকারের দিকে চ্যালেঞ্জই ছুড়ে দিলেন এই অভিযুক্ত। একটি ভিডিওতে তাকে বলতে শোনা গিয়েছে, ‘আমি স্বয়ং শিব। আমাকে আইন ছুঁতেও পারবে না।‘ ইতিমধ্যেই ভাইরাল হয়ে যাওয়া ওই ভিডিওতে নিত্যানন্দকে বলতে দেখা গিয়েছে, ‘গোটা দুনিয়া আমার বিরুদ্ধে কথা বলছে। ওদের কথা শোনার দরকার নেই। তুমি যদি আমার প্রতি নিজের ভক্তি অটুট রাখো, তাহলে আমিও তোমার ওপরে আমার আশীর্বাদ বর্ষণ করব। আমিই তোমাকে জগতের আসল সত্য দেখাতে পারি। কোনও ফালতু আদালত আমার বিচার করতে পারবে না। আমি আমার ডিএনএর মধ্যে ঢুকে সেটাকে নিয়ন্ত্রণ করতে পারি।
চাইলে মৃত্যুকেও ঠেকিয়ে দিতে পারি।‘ এরপরেই ভক্তদের উদ্দেশে তাঁর প্রলোভন, ‘আমার কাছে নিজের ভক্তি প্রমাণ করো। আমি চাইলে তোমাদের মৃত্যুও ঠেকিয়ে দিতে পারি। ধর্ষণ ও যৌন নিগ্রহের অভিযো, তরুণীদের জোর করে আশ্রমে রাখারও অভিযোগে গডম্যান স্বামী নিত্যানন্দেকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। অথচ ‘স্বামীজি’ অন্য দেশে পাড়ি দিয়েছেন। নিজের দেশে আশ্রম চালিয়েই একটি দ্বীপ কিনে ফেলেছেন স্বামী নিত্যানন্দ। ‘ এখনও পর্যন্ত পাওয়া খবরে ইকুয়েডরে তিনি একটি দ্বীপ কিনে সেই দ্বীপের নাম রেখেছেন ‘কৈলাশ’! শুধু তাই নয়, সেই দ্বীপের পতাকা, পাসপোর্ট, এমব্লেম সবই নাকি তৈরি হয়ে গিয়েছে। সেখানে তিনি একজন প্রধানমন্ত্রীও নিয়োগ করবেন বলে জানা গিয়েছে। নিত্যানন্দের বিরুদ্ধে কর্নাটকে একটি ধর্ষণের মামলা রয়েছে।