আন্তঃ জেলা কুখ্যাত মোটরসাইকেল চোর দলের মুল হোতা মো. সুলতান ইসলাম (৩২) কে আটক করেছে পুলিশ। গত সোমবার রাতে প্রেস রিলিজ এর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দীন।
আটককৃত মো. সুলতান ইসলাম বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের রামগোবিন্দ হিসাবিয়া গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে।
প্রেস রিলিজ এ জানানো হয়, দিনাজপুর জেলার খানসামা থানার মামলা নং-১২, তারিখ-১৯/০৩/২০২৫খ্রি:, ধারা: ৩৭৯/৪২০ পেনাল কোড-১৮৬০। সূত্রে বর্নিত মামলার এজাহারনামীয় আসামী কুখ্যাত মোটরসাইকেল চোর দলের মুল হোতা মো. সুলতান ইসলাম(৩২), পিতা- মো: আব্দুল গফুর, সাং-রামগোবিন্দ হিসাবিয়া, পোষ্ট: পাচপীর, থানা- বোদা, জেলা-পঞ্চগড় চোরাইকৃত মোটরসাইকেল সহ অত্র বোদা থানায় অবস্থান করতেছে মর্মে সংবাদ পেয়ে বোদা থানার অফিসার ইনচার্জ এর নের্তৃত্বে সোমবার ২৪/০৩/২০২৫খ্রি: দুপুর ১৪.৫০ ঘটিকার সময় বোদা থানার চৌকস টিম ঠাকুরগাও জেলার ভুল্লী থানাধীন ১১ মাইল নামক স্থান হতে আসামী মো. সুলতান ইসলামকে আটক করে।
আসামী মো. সুলতান ইসলামকে আটকের পর জিজ্ঞাসাবাদ করা হলে আসামী জানায় যে, মো. মতিয়ার রহমান(৪০), পিতা- মো. আবুল হোসেন, সাং-কাদেরপুর কোতয়ালপাড়া, ০১নং ওয়ার্ড, ০২নং ময়দানদিঘী ইউনিয়ন, থানা-বোদা, জেলা-পঞ্চগড়ের নিকট মোটরসাইকেলের ভূয়া কাগজ তৈরী করে বিক্রয় করেছে। গ্রেফতারকৃত আসামীর দেওয়া তথ্য মতে বোদা থানাধীন ০২নং ময়দানদিঘী ইউনিয়নের জেমজুট বাজারে পুলিশী অভিযান পরিচালনা করে ০১(এক)টি পুরাতন ব্যবহৃত রেজিস্ট্রেশন বিহীন লাল কালো রংয়ের বাজাজ পালসার ১৫০ সিসি মোটরসাইকেল, যাহার ইঞ্জিন নং- DHYWJB49801, চেসিস নং-MD2A11CY2JWB95670, মূল্য অনুমান-১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা) চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত সুলতানের বিরুদ্ধে ৫ টি চুরি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রহিয়াছে। আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।