13yercelebration
ঢাকা

আজ ৮ আগস্ট বৈদিক জ্যোতিষে ১২টি রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

ডেস্ক
August 8, 2023 6:42 am
Link Copied!

আজ ৮ আগস্ট বৈদিক জ্যোতিষে ১২টি রাশির প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই রাশির জাতকের জীবনে ঘটিত স্থিতি ভিন্ন-ভিন্ন হয়। জেনে নিন প্রত্যেক রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়।  চন্দ্র ও বৃহস্পতি ভরণী নক্ষত্রে মেষ রাশিতে গোচর করবে আজ। এই দুই গ্রহের যুতির ফলে সৃষ্ট গজকেশরী যোগের প্রভাব রয়েছে। পাশাপাশি চন্দ্র ও মঙ্গল নবপঞ্চম যোগ তৈরি করেছে। এমন শুভ যোগ ও গ্রহগতির পরিস্থিতির মাঝে আজকের দিনটি বৃষ ও মিথুন রাশির জাতকদের জন্য শুভ ও মঙ্গলজনক। জেনে নিন রাশির আলাদা-আলাদা ফলাফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়। রাশিফল ও ভাগ্য সঙ্গে রাখার উপায়

মেষ রাশিফল (Aries Horoscope)​​:  মেষ রাশির জাতকদের জন্য আজকের দিনটি ভালো থাকবে। সামাজিক, চাকরি, ব্যবসায় প্রচেষ্টার দ্বারা লাভান্বিত হবেন। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সুন্দর স্থানে যেতে পারেন। মানসিক অবসাদ কমবে। কোনও পরিচিত ব্যক্তির শুভ অনুষ্ঠানে উপস্থিত হতে পারেন। স্ত্রী, মিত্র, জীবনসঙ্গী ও সন্তানের তরফে সুসংবাদ পাবেন। স্বাস্থ্যের যত্ন নিন, আঘাত পেতে পারেন। আর্থিক পরিস্থিতি মোটের ওপর ভালো থাকবে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: আজ ৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। সূর্য নারায়ণকে অর্ঘ্য দিন। মনোবল এবং প্রতিষ্ঠা লাভ করবেন।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​​:  বৃষ রাশির জাতকদের আটকে থাকা কাজ সম্পন্ন হবে। কাজে সাফল্য ও প্রসিদ্ধি লাভ করতে পারেন। পরিবারে শান্তি ও আনন্দের পরিবেশ অনুভূত হবে, এর ফলে মানসিক আনন্দ থাকবে। বন্ধু ও আত্মীয়দের সঙ্গে সদ্ভাবপূর্ণ সম্পর্ক তৈরি হতে পারে। স্বাস্থ্য ভালো থাকবে। কাজ ও ব্যবসায় আপনার রণনীতি কাজ দেবে। প্রত্যাশার চেয়ে কম হলেও আর্থিক লাভ সম্ভব। অফিসে বিবাদ বা মনোমালিন্য সম্ভব। সংযমী হন। কারও শোনা কথায় বিশ্বাস করবেন না।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৯৮ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। দরিদ্রদের বস্ত্র ও ভোজন দান করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​:  মিথুন রাশির জাতকরা সাংসারিক বিষয়ে কম রুচি রাখবেন এবং আধ্যাত্মিকতার প্রতি আপনার রুচি বাড়বে। গোপন ও রহস্যময় বিদ্যার প্রতি বিশেষ আকর্ষণ অনুভব করবেন এই রাশির জাতক। জীবনের নতুন রহস্য আপনার সামনে আসবে। তবে আপনার মনের মধ্যে অহংবোধ জাগৃত হবে। এর ওপর নিয়ন্ত্রণ রাখতে হবে। কারও ছোট একটি কথাও আপনি সহ্য করতে পারবেন না। বাণী নিয়ন্ত্রণে রাখুন। কম কথা বলুন। এর ফলে সম্পর্কে প্রেম ও সদ্ভাব বজায় থাকবে। কর্মক্ষেত্র ও অন্যান্য মাধ্যমের দ্বারা আকস্মিক ধন লাভ সম্ভব। নতুন কাজ শুরুর জন্য দিন প্রতিকূল নয়। তাই ধৈর্য ধরুন। স্বাস্থ্য ভালো থাকবে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৮৩ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণেশ পুজো ও ১১টি দূর্বা নিবেদন করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​:  কর্কট রাশির জাতকদের দিনের কিছু অংশ কষ্টে কাটবে। অতীত গাফিলতির কারণে কষ্ট সম্ভব। সাবধানে গাড়ি চালান, না-হলে আঘাত পেতে পারেন। চেষ্টা সত্ত্বেও কাজ পূর্ণ না-হওয়ায় মানসিক দিক দিয়ে চিন্তিত থাকবেন। রাগ নিয়ন্ত্রণে রাখতে হবে। অধিক ব্যয়ের কারণে ব্যয় নষ্ট হতে পারে। দুপুরের পর পরিস্থিতি পরিবর্তন ঘটবে। কোনও না-কোনও ভাবে অর্থ আগমন হবে। তবে শারীরিক ও পারিবারিক সমস্যার কারণে ওঠা-পড়া লেগে থাকবে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। বিষ্ণু মন্ত্র জপ করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​: সিংহ রাশির জাতকরা আজ চিন্তাভাবনা না-করে কোনও পদক্ষেপ করবেন না। যে কাজ করবেন, তাতে সাফল্য লাভ করতে পারবেন এই রাশির জাতকরা। প্রতিযোগীদের পরাজিত করতে সফল হবেন। বন্ধু ও প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক গড়ে উঠবে। অত্যধিক স্নেহের কারণে কলহ বাঁধতে পারে। কর্মক্ষেত্রে আর্থিক লাভ সম্ভব। পরিজনদের সহযোগিতা লাভ করবেন। সার্বজনিক সম্মান লাভ করবেন। স্বাস্থ্যের বিষয়ে কোনও ঝুঁকি নেবেন না।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৭৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গায়ত্রী চালিসা বা গায়ত্রী মন্ত্র জপ করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​: কন্যা রাশির জাতকরা দিনের শুরুতে চিন্তিত ও ব্যাকুল থাকবেন। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। মাথা ও শরীর ব্যথার কারণে আলস্য অনুভব করতে পারেন। কন্যা রাশির জাতকরা নতুন কাজ শুরু করতে পারেন। আকস্মিক অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। তাই আজ আর্থিক বিষয়ে ভালোভাবে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নেবেন। মন ও ইন্দ্রিয়কে নিজের নিয়ন্ত্রণে রাখুন। কাম ভাবনা বাড়তে পারে, এমন পরিস্থিতিতে নিজের ভাবমূর্তি মাথায় রেখে আচরণ করুন। কারও কথায় কান দেবেন না। পরিবারের পরিবেশ প্রত্যাশার বিপরীত থাকবে।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৬৫ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। চাল ও চিনি দান করলে শুভ ফল পেতে পারেন।

তুলা রাশিফল (Libra Horoscope)​:  তুলা রাশির জাতকরা আজ নতুন কিছু করার চেষ্টা করবেন। তবে কাজের শুরুতে নেতিবাচক চিন্তাভাবনা আসার ফলে মন হতাশ হবে। বিশেষ ধন লাভ হবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানসিক ও শারীরিক অসুস্থতা ভোগ করতে পারেন। মা-বাবার সঙ্গে মতভেদ হতে পারে। তাঁরা অসুস্থ হতে পারেন। জমি, বাড়ি, গাড়ির দলিলপত্র যত্নে রাখুন, প্রতারণার আশঙ্কা রয়েছে। জলাশয় বা উচ্চস্থানে যাবেন না। আবেগ নিয়ন্ত্রণে রাখুন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য ৬৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​:  বৃশ্চিক রাশির জাতকরা নিজের জেদি স্বভাব ত্যাগ করুন। কী ভাবে সমস্যার সমাধান করা যায়, সে দিকে মনোনিবেশ করুন। একবার যে কথা ধরে নেবেন, তাতে সকলের সম্মতি আদায় করেই ছাড়বেন। এর ফলে বাড়ি ও বাইরে সকলের আপনার ব্যবহারে বিরক্ত হতে পারে। আপনার বাণীতে কোনও নিয়ন্ত্রণ থাকবে না, যার ফলে ব্যবসায়ীদের সঙ্গে মনোমালিন্য সম্ভব। কাজের ক্ষেত্রে মনে বিভ্রান্তি থাকবে, যার ফলে কোনও সিদ্ধান্তে পৌঁছতে পারবেন না। এমন পরিস্থিতিতে আজ আপনার কাজে প্রভাব পড়বে। ধৈর্য ধরুন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ ও নতুন কাজ শুরুর চিন্তাভাবনা মন থেকে বের করে দিন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: আজ ৭৯ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। সূর্যকে তামার লোটায় জল নিবেদন করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​:  ধনু রাশির জাতকদের আজকের দিনটি ভালো কাটবে। আপনার অধিকাংশ কাজ আজ সহজে পুরো হবে। এর ফলে মনে আনন্দ থাকবে। চাকরি ও ব্যবসায়িক স্থানে পরিস্থিতি আপনার অনুকূল থাকবে। পরিকল্পিত কাজে সাফল্য লাভ করবেন। বয়স্ক ও উচ্চাধিকারিকদের আশীর্বাদে যে কোনও ধরনের মানসিক চাপ থেকে মুক্তি পাবেন। গৃহস্থ জীবনে আনন্দ থাকবে। ধন লাভ ও পদোন্নতির যোগ রয়েছে। এর ফলে আপনার প্রভাব বাড়বে। সন্ধ্যাবেলা অবসাদপূর্ণ থাকবে, ক্লান্ত হয়ে পড়বেন। আবেগতাড়িত হয়ে কাউকে মনের কথা জানাবেন না। তা না-হলে ভবিষ্যতে এ কারণে সমস্যায় পড়তে পারেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ৮৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। গণেশ চালিসা পাঠ করুন।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​:  মকর রাশির জাতকদের গৃহস্থ ও দাম্পত্য জীবন সুখ-শান্তিতে ভরে থাকবে। পরিজন ও ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন। কাছেপিঠে কোথাও ঘুরতে যেতে পারেন। স্বাস্থ্য ভালো থাকবে। নতুন ও পুরনো কাজের দ্বারা ধন লাভ করতে পারবেন। দূরবর্তী প্রিয়জনদের সংবাদ আপনাকে আনন্দিত করে তুলবে। সার্বজনিক জীবনে অংশীদারীত্ব ও সম্মান লাভ করবেন। স্বাস্থ্যের যত্ন নিন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ভাগ্য আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। গোরুকে গুড় ও রুটি খাওয়ান, বজরংবাণ পাঠ করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​:  কুম্ভ রাশির জাতকরা মন আনন্দিত থাকবে। পরিজন ও বন্ধুদের সঙ্গে দেখা হবে এবং কোথাও ঘুরতে যেতে পারেন। জীবনসঙ্গীর সঙ্গে ঘনিষ্ঠতার কারণে ভবিষ্যৎ চিন্তা থাকবে না। দিনের শুরু থেকে দুপুর পর্যন্ত কর্মক্ষেত্রে অধিক পরিশ্রম করতে হবে। সন্ধ্যানাগাদ প্রত্যাশিত আর্থিক লাভ অর্জন করতে পারবেন। শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বাইরে যেতে পারেন। বন্ধু ও আত্মীয়দের কাছ থেকে সুসংবাদ পাবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: ৮৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। বজরংবাণ পাঠ করুন।

মীন রাশিফল (Pisces Horoscope)​​:  মীন রাশির জাতকরা আজ নিজের ওপর কোনও নেতিবাচক চিন্তাভাবনার প্রভাব বিস্তার হতে দেবেন না। মানসিক রোগ সমস্যায় ফেলবে। স্বাস্থ্যের কারণে চিন্তিত থাকতে পারেন। চাকরিতে উচ্চাধিকারিকদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখবেন। তা না-হলে ভবিষ্যতের লাভ থেকে বঞ্চিত থেকে যাবেন। সন্তান সমস্যা আপনায় চিন্তিত করে তুলবে। প্রতিযোগীরা নিজের কৌশলে সফল হবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এড়িয়ে যান। ভারসাম্য যুক্ত ব্যয় করবেন।

ভাগ্য সঙ্গে রাখার উপায়: আজ ৬৭ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। পিঁপড়েকে আটা খাওয়ান।

http://www.anandalokfoundation.com/